৯ জুলাই লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর বাসিন্দা পপলারের অবান স্ট্রিট থেকে ইউনেস বেনতাহারকে পথচারীর চলাচলে বিঘ্নঘটায় এমন স্থানে কার পার্ক করার দায়ে তার স্ত্রী ও শিশু সন্তানের সামনে অমানবিক নির্যাতনের মাধ্যমে গ্রেফতার করে পুলিশ।
‘পুলিশের ভাষায়‘- ‘হাইওয়ে কোড লঙ্ঘন করায়’ কোন রকম ফাইন বা পেনাল্টি না দিয়ে নিরীহ-নিরপরাধ ইউনুসকে শারিরিক নির্যাতনের মাধ্যমে গ্রেফতারের প্রতিবাদে টাওয়ার হ্যামলেটের সর্বস্তরের নাগরিক ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদ অব্যাহত রয়েছে।
২১ জুলাই রবিবার বেথনাল গ্রীন পুলিশ ষ্টেশনের সামনে জাষ্টিস ফর ইউনেস এর উদ্যোগে প্রতিবাদ সভায় কমিউনিটির বিভিন্ন পেশা ও সংগঠনের মানুষ অংশ নেন।
বক্তারা ইউনেস বেনতাহারে উপর হামলাকে ‘বর্ণবাদী ও অমানবিক‘ আখ্যায়িত করে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবী করেছেন ।
কণ্ঠ: সাবিনা ইয়াসমিন