সাহিত্যের ছোট কাগজ শব্দপাঠ সম্পাদক, বিলেতবাসী কবি আবু মকসুদের দেশে আগমন উপলক্ষে সাহিত্যের ছোট কাগজ কোরাস, খনন ও স্মনন আয়োজন করে সাহিত্য আড্ডা, কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠানের।
গত ২৭ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ আড্ডায় সভাপতিত্ব করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক কবি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু। সঞ্চালনা করেন স্মনন সম্পাদক কবি সুনীল শৈশব।
বক্তব্য রাখেন- কথাসাহিত্যিক সৈয়দ মোহিবুল আমিন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, গবেষক দীপংকর মোহান্ত, শব্দপাঠ সম্পাদক কবি আবু মকসুদ, শিশু সংগঠক শাহাদাত হোসাইন, কবি ও সাংবাদিক তমাল ফেরদৌস, লোকন সম্পাদক ওয়ালী মাহমুদ, দেশপক্ষ সম্পাদক মৌসুফ এ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনসুর আলম চৌধুরী টিপু, ছড়াকার আবু সাঈদ রুপিয়ান, নাট্যশিল্পী আ স ম ছালেহ সোহেল, মৃত্তিকা সম্পাদক ওবায়দুর রহমান ছালিক, কোরাস সম্পাদক মুজাহিদ আহমদ, কবি সাকী সায়ন্ত, সৈয়দ মোকাম্মিল আলী, বাবুল মিয়া, শিব প্রসন্ন ভট্টাচার্য, নির্ভেন্দু নির্ধুত তপু, জাহাঙ্গীর জয়েস, জয়নাল আবেদীন শিবু, আহমদ আফরোজ, ছড়াকার রুহুল রুহিন, জলপাই সম্পাদক জাবেদ ভূঁইয়া প্রমুখ।