সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, দেশের দুস্থ মানুষদের পাশে সবসময় প্রবাসিরা এগিয়ে আসেন। নিজেদের স্বজন ছেড়ে পরবাসে দিনযাপন করেন বলে তাদের দেশ এবং মানুষের জন্য প্রেম গভির। তিনি ফেঞ্চুগঞ্জে আল মামুরা গ্রুপ ইউএ এবং মিসলু এন্টারপ্রাইজের উদ্যোগে ঈদের খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিথির বক্তব্যে এ কথা বলেন।
৩ জুন ফেঞ্চুগঞ্জের কচুরা বহর এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মিসলু এন্টারপ্রাইজের চেয়ারম্যান মাহবুবুল ইসলাম চৌধুরী মিসলু। ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পারভেজ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি মুয়েব আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার শহীদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মামুন আজমদ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খোকন সহ আরো অনেকে।
পরে বৃহত্তর কচুয়া বহর গ্রামবাসির উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। উল্লেখ্য, আল মামুরা গ্রুপ সংযুক্ত আরব আমিরাতের নানা প্রদেশে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং মিসলু এন্টারপ্রাইজ সিলেটে সুনামের সাথে ব্যবসা করে আসছে। এদিকে আল মামুরা গ্রুপের চেয়ারম্যান মীর্জা আবু সুফিয়ান স্বশরীরে উপস্থিত হতে না পারায় অনুষ্ঠান সপল করতে যারা শ্রম দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।