সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে কিছু উন্নতি : ফিলিস্তিন-লিবিয়ার অবস্থানে বাংলাদেশ  » «   সমাজসেবী হাজী আব্দুর রহমানের ইন্তেকাল  » «   বাংলা একাডেমির ‘আদব-কায়দা’ নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান  » «   সুরভি-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  » «   বরের পিতা আওয়ামী লীগ নেতা, চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে ‘মব’ তাণ্ডব  » «   বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে  » «   মার্কিন অর্থায়ন বন্ধের প্রভাব : আইসিডিডিআর,বি’র সহস্রাধিক কর্মী ছাঁটাই হচ্ছে  » «   ‘মধুচন্দ্রিমা শেষ’, প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর: আইসিজি  » «   সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী নোয়াখালী  » «   হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ : ৬৪ জন যাত্রী ও ক্রুর ভাগ্যে কী ঘটেছে  » «   ভারতীয় বিতর্কিত সিনেমা ‘ইমার্জেন্সি’: শেখ মুজিবের মুখে এ কী সংলাপ? : ব্রিটেনে বিক্ষোভ  » «   প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি  » «   চরমোনাই পীরের অফিসে গিয়ে মির্জা ফখরুলের বৈঠক: ফ্যাসিবাদী শক্তি ঠেকাতে ঐক্যমত  » «   স্থগিত হওয়া বাংলা একাডেমি পুরস্কার, প্রত্যাখান সেলিম মোরশেদের  » «   দেশে সেনাশাসন আসার কোনো প্রেক্ষাপট নেই দাবি মাহফুজ আলমের  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বাংলাদেশ সমিতি শারজায় শোক দিবস পালন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে চুয়াল্লিশ বছর পর প্রথম বারের মতো বাংলাদেশ সমিতি শারজাহে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এর যৌথ আয়োজক ছিলো বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও বাংলাদেশ সমিতি শারজাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির নিজস্ব ভবনে আলোচনা সভা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সকল স্তরের প্রবাসিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল বাশার।

সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতার স্বপ্নপূরণের পথে এগিয়েছে বাংলাদেশ। লক্ষ্যমাত্রায় পৌঁছাতে নিজদেশেকে ভিনদেশিদের কাছে ইতিবাচক তুলে ধরতে প্রবাসিদের আহবান জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনী।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনস্যুলেটের কর্মকর্তা কামরুল হাসান, মুহাম্মদ মনোয়ার হোসাইন, নুর-ই মাহবুবা জয়া ও মোজাফফর হোসাইন।

এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, অবসরপ্রাপ্ত ল্যাফটেন্যান্ট গুলশান আরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আমিরাত শাখার ম্যানেজার দিলিপ কুমার, ইঞ্জিনিয়ার আবু নাসের, কাজী মোহাম্মদ আলী, হাজী শফিকুল ইসলাম সহ কমিউনিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন৷

অনুষ্ঠানে সংহতি সাহিত্য পরিষদ জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ৪৪ টি সবুজ টিপসই এর আয়োজন করে। কনসাল জেনারেল এবং সমিতির সভাপতি এ কার্যক্রমের সূচনা করেন।

এদিকে বাংলাদেশ সমিতি আবুধাবী ও ফুজাইরাহ শাখাও এবার প্রথমবারের মতো শোকদিবস পালন করায় আরব আমিরাতে বসবাসরত সচেতন বাংলাদেশিদের মধ্যে সন্তুষ্টি বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন