সংযুক্ত আরব আমিরাতে ৭ বছর ধরে ভিসা বন্ধ আছে। বাংলাদেশি ব্যবসায়িরা তাই অন্য দেশের শ্রমিক দিয়ে প্রতিষ্ঠান চালাতে হচ্ছে। বাংলাদেশি শ্রমিকদের ভিসা চালু হলে দেশ রেমিটেন্সে আরো এগিয়ে যেতো। আরব আমিরাতের আজমানে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান আল মামুরা গ্রুপের ঈদ পুনর্মিলনীর আলোচনায় বক্তারা এসব বলেছেন।
বৃহস্পতিবার আজমানের একটি রেস্তোরায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মীর্জা আবু সুফিয়ান। ৫২বাংলা টিভির সংবাদপাঠিকা তিশা সেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি লালন আজাদ, মালেয়েশিয়া প্রবাসি বদরুল ইসলাম, ইত্তেফাক গ্রুপের এমডি একাত্তর টিভি সাংবাদিক লুৎফুর রহমান, ব্যবসায়ি আশপাক আহমদ হেলাল, বাংলাদেশ বিজনেস ফোরামের কামরুল ইসলাম, রানা হামিদ, মাওলানা নোমান, সিলেট প্রবাসি সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি আবু হাসনাত ও জালাল আহমদ জনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আল মামুরা গ্রুপের এমডি মহিউদ্দিন জালালী। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অঙ্গ প্রতিষ্ঠানগুলোর পরিচালক আল আমিন, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান।
আরো বক্তব্য রাখেন জাহেদ আহমদ, দেলওয়ার হোসেন খান, শামীম আহমদ সহ আরো অনেকে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয। দেশ থেকে আসা বাউল বিজয় দেওয়ান ছাড়াও গান পরিবেশন কনে প্রবাসি বাউল সংঘের সুরত আলী, রহমত আলী, আমিনুল হক ও ইমন খান।
পরে আগত অতিথিদেরকে আল মামুরা গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।