রবিবার, ২০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে জনমনে আতঙ্ক, কারফিউর সঙ্গে বাড়ছে গ্রেফতার  » «   এখন লড়াই নতুন বাংলাদেশের, বক্তৃতার সময় লুটিয়ে পড়লেন আমির  » «   এবার চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে এনসিপির পথসভা পণ্ড  » «   গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে বলে মির্জা ফখরুল কাদেরকে ইঙ্গিত করলেন?  » «   চালু হলো স্টারলিংক, বাংলাদেশের মতো এত দ্রুত বিশ্বের আর কোথাও হয়নি  » «   গণ–অভ্যুত্থান যেটা বলা হচ্ছে, সেটা আসলে বিস্ফোরণ  » «   ইসলামপন্থিদের হুমকি সত্ত্বেও জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশে  » «   গোপালগঞ্জে যারা মারা গেলেন তারা কোন দলের?  » «   গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির পেছনে এনসিপি’র দায় কতটা?  » «   গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়লো, ‘মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না’  » «   গোপালগঞ্জে এনসিপির জনসভায় লোক ছিলেন ২০০ জন : পুলিশ প্রতিবেদনে যা উঠে এলো  » «   আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা নাহিদের, সরকার ও এনসিপি’র সমালোচনায় বিএনপি  » «   গোপালগঞ্জে কারফিউ, চলছে ধরপাকড়, সরকারের তদন্ত কমিটি  » «   ‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!  » «   নাহিদ-হাসনাতদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা  » «  

দুবাই থেকে আবুধাবী বি-ডি ফ্রেন্ডস ক্লাবের ঈদ ভ্রমণ



সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আবুধাবী আল আইন বি-ডি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক আনন্দ ভ্রমনের আয়োজন করে। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯ টায় দুবাই থেকে যাত্রা শুরু করে শারজাহ হয়ে আবুধাবি কর্নিশ ফ্যামিলী পার্কে যাওয়া হয়। দুপুরের খাবার এবং নানা রকম খেলাধুলার পর রওয়ানা দেওয়া হয় আবুধাবি থেকে সংযুক্ত আরব আমিরাতের সবুজ শহর আল আইনের জাহিল পার্কের উদ্দেশে। জাহিল পার্কে বিভিন্ন ধরনের খেলাধুলা, গান, আড্ডার মধ্য দিয়ে সময় কাটানো হয়। তারপর সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ এর বাসভবন (আল আইন মিউজিয়াম) ভ্রমণ করা হয়।

দুবাই থেকে আবুধাবি, আল আইন, হয়ে দুবাই ফিরে আসা পর্যন্ত গাড়িতে চলে গান আড্ডা। ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ দিয়ে শুরু করে চলে শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, হাসন রাজা সহ বিখ্যাত গায়ক দের গান গেয়ে জমিয়ে রাখা হয় পুরো সময়।
আনন্দ ভ্রমনের যাত্রাকালে সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক তিশা সেনের উপস্থাপনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হারুনুর রশীদ রঙ্গু, সিনিয়র সহসভাপতি সঞ্জয় ঘোষ, সহ সভাপতি দরবেশ আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭১ টিভির সাংবাদিক ছড়াকার লুৎফুর রহমান এবং অঅনুপ কুমার সেন।

গান গেয়ে জমিয়ে রাখেন লুৎফুর রহমান, তিশা সেন, সঞ্জয় ঘোষ, ইমন, হারুনুর রশীদ, ইমরা্‌ দরবেশ আলী, সুফী মুন্সী ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

আল আইনে আনন্দ ভ্রমণরত সদস্যদের স্বাদর আমন্ত্রন জানান কমিউনিটির বিশিষ্ট নেতা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি কাছা উদ্দিন। এ সময় নানা রকম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৫০ জনের দলের এ ব্যতিক্রমি ভ্রমণ আরব আমিরাতের কমিউনিটির সকলের নজর কেড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন