ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ ভাগাভাগি করতে ঈদ পূর্ণমিলনীর বিকল্প নেই।প্রবাসে কোনো কর্মী কাজ হারালে তার পাশে কেউ দাঁড়ালে পরিবার ভরসা পায়। আরব আমিরাতে থাকা মৌলভীবাজার প্রবাসীদের যে কোনো সমস্যায় মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাব পাশে থাকবে।
সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাবের ঈদ পূর্ণমিলনী অনুষ্টানে এসব বলেন বক্তারা। বুধবার আমিরাতের ফুজিরা শহরে উক্ত পূর্ণমিলনীর আয়োজন করা হয়।
মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাবের উপদেষ্টা মোস্তফা মিয়া সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন পাপলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি হুমায়ূন রশীদ।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সালাউদ্দিন মধু, লোকমান হোসেন আনু সিনিয়র সহ সভাপতি এম এ মুকিদ, সহ সভাপতি, মাহতাব উদ্দিন, আব্দুল মালিক হেলাল, আবুল কালাম, প্রধান পৃষ্টপোষক শাহিন আল রাজি, বিশিষ্ট সংগঠক হাজী আব্দুল রকিব, সহ সাধারণ সম্পাদক জিয়াউল হক।
আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মোহাম্মদ ওয়ালিদ হোসেন, জালাল আহমদ জনি, খাইরুল ইসলাম তারেক, জাফর আহমদ, রিপন আহমদ, ইব্রাহিম মিয়া প্রমুখ।
অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবুল কালাম।