গ্রীসের রাজধানী এথেন্সে হাজারো মানুষের উপস্থিতিতে ঈদুল ফিতর এর নামাজ অনুষ্ঠিত হয়। খোলা মাঠে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর উদ্যোগে হাজারো মুসল্লিদের সঙ্গে নামাজে শরিক হন গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত মো:জসীম উদ্দিন এনডিসি, দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ। এছাড়াও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল খালেক মাতব্বর, সাবেক সভাপতি গোলাম মাওলা, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার গ্রীস আওয়ামী লীগের আহ্বায়ক বাচ্চু বেপারী, যুগ্ন আহবায়ক আবিদ হানজালা, আওয়ামী লীগ নেতা মান্নান মাতব্বর, রকিব মৃদা,বাবুল হাওলাদার,সামাদ মাতব্বর, আলমগীর হোসাইন বিএনপি’র সভাপতি জি এম মোখলেসুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন ,সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সমাজসেবক ইকবাল হোসেন লীগের আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ন আহবায়ক রাসেল মিয়া, সদস্য সচিব লোকমান উদ্দিন,ইউরো-বাংলা প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মমিন খান,ছাত্রলীগ এর সাবেক যুগ্ন আহবায়ক এস আলম সেতু, ছাত্রদলের সাবেক সভাপতিএম আলী চৌধুরী,এছাড়া পবিত্র নামাজে অংশগ্রহণ করেন গ্রীসে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয-জেলা-থানা কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রীস নেতৃবৃন্দ, বাংলাদেশ দোয়েল সাংস্কৃতিক সংগঠন ইন গ্রীস, বাংলা গ্রিক এডুকেশন সেন্টার, ইউরো বাংলা প্রেস ক্লাব, বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ বিভিন্ন মসজিদে বেশ কয়টি জামাত অনুষ্ঠিত হয়।এদিকে এক আলোচনায় রাষ্ট্রদূত বলেন আমরা খোলার মাঠে নামাজের মাধ্যমে প্রতিবছরের ন্যায় একখণ্ড বাংলাদেশ গড়ে তুলেছি। নামাজ শেষে মুনাজাতের মাধ্যমে মহান আল্লাহ পাকের দরবারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।