বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ আবু জাফর আহমদকে শনিবার শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজারের হাজোরো মানুষ। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
শনিবার সকালে শহরের চৌমোহনাস্থ সিপিবি জেলা কার্যালয়ে সৈয়দ আবু জাফর আহমদের মরদেহ নেয়া হয়। সেখানে দলের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং পার্টির স্বেচ্ছাসেবীরা রেড সেলুট প্রদান করেন। সেখান থেকে মৌনযাত্রা করে মরদেহ মৌলভীবাজার প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়।
এ সময় সৈয়দ আবু জাফর আহমদকে নিয়ে কথা বলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব ও সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ সালাম। পরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ সৈয়দ আবু জাফর আহমদে প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এ সময় বক্তব্য দেন সিপিবির উপদেষ্টা মণ্ডলীর সদস্য কমরেড মনজুরুল আহসান খান, দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, মৌলভীবাজার-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা জাসদের সভাপতি আব্দুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, গণফোরাম নেতা শান্তিপদ, জেলা ন্যাপ নেতা নিহারেন্দু হোম সজল, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আব্দুল মুঈন প্রমুখ।
সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। দুপুর ২টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণ কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত ২০ মে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সৈয়দ আবু জাফর আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডায়ালাইসিস করার জন্যে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৮ মে রাতে সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।