বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে আগেও সরকার হটিয়েছে যুক্তরাষ্ট্র, তার কী ফল হয়েছিল?  » «   ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের  » «   আয়াতুল্লাহ আলি খামেনি কে, কেন এত গুরুত্বপূর্ণ?  » «   ‘ইরান আত্মসমর্পণ করবে না’ : জাতির উদ্দেশে খামেনির ভাষণ  » «   ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোল, সংলাপে ফিরে জামায়াত বললো-ইউনূস ‘নিরপেক্ষতা’ হারিয়েছেন  » «   ইরান-ইসরায়েল সংঘাত : রাশিয়া কোন পক্ষে?  » «   নির্বাচন হলেই তাদের বিপদ: জামায়াতকে ফখরুলের কটাক্ষ  » «   দশ মাস পরও ভাঙ্গা হচ্ছে ভাস্কর্য, ‘অঞ্জলি লহ মোর’ নিয়ে সমালোচনার ঝড়  » «   আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে রোহিঙ্গা শরণার্থীরা  » «   লন্ডনের স্বাস্থ্যকর স্কুল অ্যাওয়ার্ড অর্জনে শীর্ষে টাওয়ার হ্যামলেটস  » «   “মেয়র’স ডিসঅ্যাবিলিটি রোড শো” অনুষ্ঠিত  » «   আমিরাতে হিজরি নববর্ষ উপলক্ষে ছুটি : পাবেন প্রবাসীরাও  » «   আমিরাতের ভিসা অনিয়মকারীদের মধ্যে ২৫ শতাংশের বেশি বাংলাদেশি  » «   মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার ফাঁসি  » «   তেহরানে ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশি কূটনীতিকের বাসভবন  » «  

অবৈধ ভাবে ডলার ক্রয়-বিক্রি, লেবাননে দুই বাংলাদেশী গ্রপ্তার



অবৈধ পন্থায় ডলার ক্রয়-বিক্রি করায় লেবাননের দাওড়ার একটি মানি এক্সচেঞ্জ এর মালিক ও তার সহযোগী দুই বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে লেবানন গোয়েন্দ পুলিশ। গত শনিবার গোপন খবরের ভিত্তিতে লেবানন গোয়েন্দা বিভাগ দাওড়া ঔ মানি এক্সচেঞ্জ এর দোকান থেকে তাদের ডলার সহ হাতেনাতে গ্রেপ্তার করেন বলে জানা গেছে।

পরে সেই মানি এক্সচেঞ্জ এর দোকানের লাইসেন্স বাতিল সহ দোকানটি সিলগালা করে দেয়া হয়।

জানা যায়, গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি প্রবাসী বাংলাদেশীদের কাছে চড়ামূল্যে ডলার বিক্রি করে আসছিল। মানি এক্সচেঞ্জ এর দোকানের মালিকের সাথে হাত মিলিয়ে লেবাননে এই দূর্যোগ মুহুর্তে লেবাননে সরকারের বেঁধে দেয়া মূল্যে বিক্রি না করে অধীক মূল্যে প্রবাসী বাংলাদেশিদের নিকট তারা ডলার বিক্রি করত। গোপন খবরের ভিত্তিতে লেবাননে গোয়েন্দা পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করলে, তারা মানি এক্সচেঞ্জ এর দোকানের সহযোগী বলে স্বীকার করলে পরে মানি এক্সচেঞ্জ এর দোকানের মালিককেও গ্রেপ্তার করেন গোয়ান্দা পুলিশ। এবং সাথে সাথে দোকানটি সিলগালা করে দেয়া হয় ও মালিকের লাইসেন্স বাতিল করা হয়।

গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি তিনিও জানতে পেরেছেন, তবে ঈদের ছুটি থাকায় লেবাননে জেনারেল সিকিউরিটি থেকে তাদের বৃত্তান্ত জানা যায়নি। বাংলাদেশি দুইজন এখন জেনারেল সিকিউরিটির জেল খানায় বন্দি রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন