আজ ওভালে অনুষ্ঠিতআইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এ লড়াইয়ে বাংলাদেশী ক্রিকেট টিমকে সমর্থন দিযেছে বাংলাদেশের ১৬হাজার সমর্থক। বাংলাদেশের জাতীয় পতাকা আর টি শার্ট গায়ে দিয়ে ‘টাইগার টাইগার’ শ্লোগানে প্রকম্পিত করছে ওভাল ষ্টেডিয়াম। ঠিক সেভাবেই বাংলাদেশের ঐতিহ্যকে হৃদয়ে ধারন করে অনেকেই পরেছেন নানা রংএর কস্টিউম। এই কস্টিউমগুলো গণ মাধ্যমসহ আইসিসির ও নজর কাড়ে। আর এরকমেরই একটি কস্টিউম পরেছিলেন মুরতাহিন বিল্লাহ জুয়েল। গত ২০১৭ সাল থেকে তিনি এ কস্টিউম পরিধান করে আসছেন। ইংল্যান্ড এবং ওয়েলস এ অনুষ্ঠিত চ্যাম্পিয়ান ট্রপি থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি এ কস্টিউম ব্যবহার করে আসছেন।
আজ ওভালেও সেই বাঘের আকৃতির কস্টিউম নিয়ে তিনি নজর কেড়েছেন গণমাধ্যমের। পাশাপাশি নজর কেড়েছেন আইসিসি‘র। আইসিসি আজকের খেলায় একমাত্র তাঁকে সেরা কস্টিউম পরিধানকারী হিসেবে নির্বাচিত করেছে। বাঘের আকৃতির কস্টিউম পরিধান করে তিনি এ সেরা কস্টিউম পুরস্কার জিতে নেন।