সাকিব,মুশফিক, সৌম্য, মাহমুদুল্লাহদের ব্যাটে ভর করে আইসিসি বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডের ওপর রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে ওয়ানডেতে করা সর্বোচ্চ ৩২৯ রানের রেকর্ড ব্রেক করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তাদের ২য় সর্বোচ্চ রান ছিল ৩২৯।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দল খেলার শুরু থেকে সাবলিল ভাবে ব্যাট করে যাচ্ছিল। তামিম ইকবাল বেশিদূর আগাতে না পারলেও সৌম্য সরকার এবং সাকিব স্বরূপে খেলতে থাকেন।
সাকিব তার ক্যারিয়ারের টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়েন। তার পর সমান তালে ব্যাটিং হাল ধরতে থাকেন একে একে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশের হয়ে বেশি রানের জুটি গড়েন সাকিব এবং মুশফিক। তাদের অনবদ্য ১৪২ রানের জুটিটি ভাঙ্গে ৩৬তম ওভারে। মাহমুদুল্লাহর পরে মিডল অর্ডারে দলের হয়ে আরো রান যোগ করেন মিঠুন এবং মিরাজ।
সব মিলিয়ে দারুন ছন্দে ৩৩০ রানে ব্যাটিং ইনিংস সম্পন্ন করে বাংলাদেশ।
বাংলাদেশঃ ৩৩০/৬ (৫০)
সৌম্য সরকার ৪২ (৩০),সাকিব-আল-হাসান ৭৫ (৮৪), মুশফিকুর রহিম ৭৮ (৮০), মাহমুদুল্লাহ রিয়াদ ৪৬(৩৩), মোসাদ্দেক হোসেন ২৬ (২০)
বোলার:
আন্দিলে ফেলুকাওয়ায়ু ১০–১–৫২–২, ক্রিস মরিস ১০–০–৭৩–২, ইমরান তাহির ১০–০–৫৭–২, জেপি ডুমিনি ১–০–১০–০