বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
ঢাবি অ্যালামনাই ইন দ্য ইউকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত  » «   প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে সমছুল- করিমা ফাউন্ডেশন  » «   গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে পাঁচ লাখের বেশি মানুষের বিক্ষোভ  » «   বাংলাদেশ সেন্টার লণ্ডন নির্বাচন ২০২৩: গ্রিন এলায়েন্স এর প্রার্থী পরিচিতি অনুষ্ঠান  » «   নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের বাংলাদেশের ৭২-এর সংবিধান-এর ওপর গবেষণা করার আহ্বান  » «   কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো অর্ডিনেটার আসলাম উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল  » «   লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সাদিক রহমানের পিতা হাফিজ আব্দুন নূর এর মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   জলবায়ু সংকট মোকাবেলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফান্ড পেলো ইষ্টহ্যান্ডস  » «   ক্রয়ডনে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রাইজিং ডিনার ইভেন্ট অনুষ্ঠিত  » «   হবিগঞ্জ জেলার ১৮ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক পেলেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা-২০২৩  » «   বিসিএর এজিএম ও নির্বাচন সম্পন্ন  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা  » «   হবিগঞ্জ জেলার ১৮ গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক পাচ্ছেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে ২০২৩-২৫ কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক  » «    পরিণত জীবন শিক্ষকদেরই দান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৮ পেলেন শিল্পী মুর্তজা বশীর,কবি নির্মলেন্দু গুণ,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা ও বিকাশ কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার চৌদ্দ বছর পূর্তি উপলক্ষ্যে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনীতে দেশের শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর,সাহিত্যে কবি নির্মলেন্দু গুণ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হককে গীতাঞ্জলি সম্মাননা পদক-২০১৮ করে।

বরেণ্য শিক্ষাবিদ গীতাঞ্জলি’র উপদেষ্টা জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুয়ারেন লিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাহেদ চৌধুরী ও এনন টেক্সট এর পরিচালক কাজী মো. মোস্তফা সারোয়ার।

গীতাঞ্জলি ললিতকলা একাডেমির চতুর্দশ বর্ষপূর্তি উৎসব আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে সংস্কৃতি মন্ত্রণালয়।

উত্তরাস্থ বিসিক অডিটোরিয়ামে বিকাল ৫ টায় আয়োজিত এ উৎসবের উদ্বোধনীতে জাতীয় সংগীত পরিবেশনের পরপরই স্বাগত বক্তব্য রাখেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির পরিচালক (প্রধান নির্বাহী) মাহবুব আমিন মিঠু।

সম্মাননা পদকের পাশাপাশি সম্মাননা অর্থ ২৫,০০০ টাকার চেক তিন গুণীর হাতে তুলে দেন স্পন্সরকারী প্রতিষ্ঠান হুয়ারেন লিলেন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক সাহেদ চৌধুরী ও টেক্স এর পরিচালক কাজী

মো. মোস্তফা সারোয়ার।

আলোচনা ও পদক প্রদানের পর গীতাঞ্জলি শিল্পীদের বর্ণাঢ্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

উল্লেখ্য গীতাঞ্জলি শুদ্ধ সংস্কৃতি চর্চা ও বিকাশে গত ১৫ বছর ধরে সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দেশের শিল্প,সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠা সাল ২০০৪ থেকে গীতাঞ্জলি সম্মাননা পদক প্রদান করে আসছে।

উৎসব সভাপতি দেশ বরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে আগামীকাল ২য় দিন ২৭ অক্টোবর শনিবার ও সমাপনী দিন ২ নভেম্বর আয়োজনে সকলকে আমন্ত্রণ জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, বার্ষিক পুরস্কার বিতরণী ও মঞ্চ নাটক প্রদর্শনীর উৎসবের ২য় দিন ২৭ অক্টোবর শনিবার জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান প্রধান অতিথি ও বিশেষ অতিথি নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলাদেশ কর্ম কমিশন সচিব আকতারী মমতাজ এবং গোল্ডেন ড্রিমস এসোসিয়েশন চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত থাকবেন।

৩য় দিন ২ নভেম্বর শুক্রবার শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর জীবন ও কর্মের উপর নির্মিত মঞ্চ নাটক,নাট্যদল থিয়েটার অঙ্গন প্রযোজনা-১০’মুনীর চৌধুরী’ রচনা ও নির্দেশনা প্রবীর দত্ত প্রদর্শীত হবে।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ওয়ালি মাহমুদ, সাহিত্য সম্পাদক

নব্বই দশকের কবি। পুরো নাম মোহাম্মদ ওয়ালিউর রহমান মাহমুদ। বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন জলঢুপ পাতন গ্রামের মতিউর রহমান মাহমুদ রোডের দেওয়ান ভিলা’য় ১লা আগস্ট, ১৯৭২ সালে জন্ম গ্রহণ করেন।

১৯৮৬ সালে দেয়াল পত্রিকার মাধ্যমে প্রথম লেখালেখির হাতে খড়ি। কাব্যের জগতে কখনো গদ্যের তীরে হাঁটতে হাঁটতে কুশিয়ারা, কখনোবা পদ্যের তীর ঘেঁষে সুনাই অথবা বিলেতের টেমস অবধি। নিয়মমাফিক বৃত্তের বাইরে স্বতন্ত্র অবস্থানের পুন:পুন: প্রচেষ্টায় মলাটবন্দী কাব্যের পঙক্তিমালার সযত্ন সৃষ্টি, কবিতাকে চিনিয়ে দেয় গভীরভাবে।

প্রকাশিত কাব্যগ্রন্থ ও গবেষণা এবং সম্পাদিত লিটলম্যাগ যথাক্রমে: ভালোবাসার পোয়াতি (কোলাজ, ১৯৯৯), যৈবতী শোন (কোলাজ, ১৯৯৯), একটি দীর্ঘশ্বাসের মৃত্যু, উঊঅঞঐ ঙঋ অ ঝওএঐ (উৎস, ২০০১), আমি এক উত্তরপুরুষ, ও অগ ঞঐঊ উঊঝঈঊঘউঅঘঞ (উৎস, ২০০২), নির্বাসনে, নির্বাচিত দ্রোহ (ম্যাগনাম ওপাস, ২০০৪), ১২৩৭ দাগ (এডিটর’স ইংল্যান্ড, ২০১৪); ডায়াস্পরা গবেষণা: দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর সাহিত্যসম্ভার (এডিটর’স ইংল্যান্ড, ২০১৩); সম্পাদিত লিটলম্যাগ: কবিয়াল (সম্পাদিত, ১৯৯২), শিকড় (সম্পাদিত, ১৯৯৪), ও ইংল্যাণ্ড এবং বাংলাদেশ থেকে প্রকাশিত লোকন লিটলম্যাগ সম্পাদনা করেন।
ই-মেইল: walimahmud@yahoo.co.uk