লন্ডনে দীর্ঘ দশ বছর থেকে ইউনাইটেড ক্রিকেট ক্লাব সফলতার সাথে খেলে আসছে। বর্তমানটিম আগের চেয়ে অনেক বেশী উদ্যোমী এবং মেধাবী। কঠোর অনুশীলন এবং ধারাবাহিক প্রশিক্ষণে নিকট ভবিষ্যতে ক্লাবটি একটি সেরা টিম হিসাবে আত্ন প্রকাশ করবে বলে শুভানুধ্যায়ী ও ক্লাব সংশ্লিষ্টরা প্রত্যাশা করেছেন।
১৭ এপ্রিল বুধবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে আড়ম্বরপূর্ণ আয়োজনে ইউনাইটেড ক্রিকেট ক্লাব এর কিট লাঞ্চ ইভেন্ট এ এমনটি বলা হয়েছে।