সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে মৌলভীবাজার জেলার বড়লেখার প্রবাসি ১নং বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুবাইয়ের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মুজিবুর রহমান।
সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এনআরবি ব্যাংক পরিচালক ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল করিম। প্রধান বক্তা ছিলেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক রেজা, বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রবাসি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মীর্জা আবু সুফিয়ান, প্রবাসি চুনুতি সমিতির সভাপতি নুরুল ইসলাম তাজু, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুর রুপ সোহেল, রেহান উদ্দিন হেলালি।
এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামান উদ্দিন, অর্থ সম্পাদক জবরুল ইসলাম, সিলেট প্রবাসি সমাজকর্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ আহমদ, শিপলু আহমদ, সেলিম উদ্দিন, কামাল আহমদ, কয়েছ উদ্দিন, আছহাব উদ্দিন, দুদু দিয়া, আব্দুল কাদির, আবুল হোসেন, নানু মিয়া সহ আরো অনেকে।
পরে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়।