ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের অক্লান্ত পরিশ্রমে দেশটির রাজধানী রোমে বাংলাদেশ সরকারের অর্থায়নে ক্রয়কৃত বাংলাদেশ দূতাবাস এখন ইতালী প্রবাসী বাংলাদেশীদের নিজস্ব এবং স্থায়ী ঠিকানা। দূতাবাসের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রবাসীদের পক্ষে প্রধানমন্ত্রীর প্রতি রাষ্ট্রদূত কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গুনাহ বর্জন ও মহান আল্লাহর সন্তুটি অর্জন করে নিজেকে আত্মশুদ্ধির মাস রমজান। আর এই রোজাদার প্রবাসী বাংলাদেশীদের সম্মানে রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস-ইতালী গত ২৪ মে আয়োজন করেছে ইফতার ও দোয়া মাহফিল।
রোমের এউর এলাকায় সরকারের নিজস্ব অর্থায়নে নতুন দূতাবাস ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেন, নতুন দূতাবাস ইতালি প্রবাসী বাংলাদেশীদের স্থায়ী ঠিকানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ইতালি প্রবাসীদের প্রাণের দাবী পূরণ করতে প্রধানমন্ত্রী সার্বিক ভাবে সহযোগিতা করছেন। যার ফলশ্রতিতে ইতালির মাটিতে বাংলাদেশীদের স্থায়ী ঠিকানা সম্ভব হয়েছে, পাশাপশি স্থায়ী দূতাবাসের পিছনে ইতালি প্রবাসীরা প্রেরণা যোগিয়েছে।
এসময় রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার দূতাবাসের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেন।
দূতাবাস আয়োজিত ইফতার মাহফিলে ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সমিতি, ইতালির সভাপতি আফতাব বেপারী সহ আঞ্চলিক, সামাজিক নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
এসময় ইমাম রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত শেষে ইতালি প্রবাসী এবং সকল বাংলাদেশীসহ মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।