‘ওরাত্তিল্লুল ক্বোরআনা ত্বারতিলা’ অর্থাও সহিহ শুদ্ধভাবে মহাগ্রন্থ আল ক্বোরআন পাঠের তাগাদা দেয়া হয়েছে। শান্তির এ গ্রন্থ নাযিলও হয়েছে পবিত্র রমদ্বান মাসে। এই রমদ্বান মাস এলে শুদ্ধভাবে ক্বোরআন পাঠের নানা আয়োজন করা হয় দেশ বিদেশে।
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটির সার্বজনীন উৎসব সৈয়দ আহাদ ফাউন্ডেশন আয়োজিত ক্বোরান তেলাওয়াত প্রতিযোগিতা। বিগত ৪ বছর ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এই কার্যক্রম। এ বছর সৈয়দ আহাদ ফাউন্ডেশনের পরবর্তী রাউন্ডের সময়সুচী:-09/05/2019-বৃ্হস্পতিবার বাদ তারাবীহ-রাত 10:00 -হুদাবিয়াহ রেস্টুরেন্ট, শারজাহে অনুষ্টিত হবে-আল আইন ও দুবাই উওর আমিরাতের সকল yes card প্রাপ্ত সাধারন ছাত্র ছাত্রী ও হাফেজদের জন্যপ্রথম ও দ্বিতীয় রাউন্ড,10/05/2019- শুক্রবার একই জায়গায় একই সময়ে – আবুধাবী ও অন্যান্য সাধারন ছাত্র ছাত্রীদের ও হাফেজদের প্রথম দ্বিতীয় রাউন্ডের শেষ দিন, 17/05/2019- বৃ্হস্পতিবার সকল গ্রুপের সেমিফাইনাল -স্থান- হুদাবিয়াহ রেস্টুরেন্ট সারজাহ সময় রাত 10:00টা বাদ তারাবীহ 24/05/2019- শুক্রবার গ্রান্ড ফাইনাল। ফাইনালে উত্তীর্নদের স্থান ও সময় জানিয়ে দেওয়া হইবে।
দুই গ্রুপে প্রতিযোগিতা চলছে । গ্রুপ A hafez। গ্রুফ B সাধারন ছাত্র ছাত্রী। পুরস্কার :- হাফেজ/সাধারণ যথাক্রমে প্রথম 7000/5000, দ্বিতীয় 5000/3000, তৃতীয় 3000/2000 চতুর্থ 1000 পঞ্চম 500।
প্রতিযোগিতা সফল করতে বাংলাদেশি শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির নেতৃবৃন্দের সহযোগিতা চেয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।