বীর মুক্তিযোদ্ধা সফল উদ্যোক্তা, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মুহাম্মদ মনসুর আহমদ।
এক শোক বার্তায় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ভুমিকা রাখা এবং পরবর্তীতে একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশে বহুমুখী শিল্প ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাওয়া নুরুল ইসলাম বাবুল তার কৃতকর্মের জন্য সকল কর্মজীবী ও মেহনতি মানুষের মধ্যে চিরদিন বেঁচে থাকবেন।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।