স্পেনের বার্সেলোনায় এসোসিয়েশন কুলতোরাল উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২১ মে এপ্রিল রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করে।
পুরুষদের জন্য স্থানীয় দারুল আমাল জামে মসজিদে এবং মহিলাদের জন্য রেস্টুরেন্টে ইফতার পরিবেশনা করা হয়।
ইফতার অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যসহ বাংলাদেশী কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশী ছাড়াও পাকিস্তানি ও মরক্কোর নাগরিকবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতারের পূর্বে দারুল আমাল জামে মসজিদের ইমাম উপস্থিত রোজাদারদের উদ্দেশ্যে ইসলামী শরিয়তের বিধান নিয়ে আলোচনা করেন। পরে দোয়া অনুষ্ঠানে সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সার্বিক উন্নয়নের জন্য দোয়া করা হয়।
সংগঠনের সভাপতি উত্তম কুমার, সিনিয়র সহভাপতি শফিক খান, সাধারণ সম্পাদক শামীম হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক রাসেল হাওলাদারের পরিচালনায় এবং অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় ইফতার অনুষ্ঠান পরিচালিত হয়।
ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করা জন্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত অতিথিদের কাছে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।