সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর  » «   গণঅভুত্থানের পক্ষে ৮৩৮, পরে ৫৬২ জন নিহত : জুলাই গণঅভুত্থানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ  » «   ‘জুলাই শহিদ’ পরিবার ও ‘জুলাই যোদ্ধা’ পাবে মাসিক ২০ হাজার টাকা ভাতা  » «   লন্ডনে বাংলায় স্টেশনের নাম নিয়ে ব্রিটিশ এমপির ক্ষোভ!  » «   বৈশ্বিক পাসপোর্ট সূচকে কিছু উন্নতি : ফিলিস্তিন-লিবিয়ার অবস্থানে বাংলাদেশ  » «   সমাজসেবী হাজী আব্দুর রহমানের ইন্তেকাল  » «   বাংলা একাডেমির ‘আদব-কায়দা’ নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান  » «   সুরভি-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  » «   বরের পিতা আওয়ামী লীগ নেতা, চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে ‘মব’ তাণ্ডব  » «   বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে  » «   মার্কিন অর্থায়ন বন্ধের প্রভাব : আইসিডিডিআর,বি’র সহস্রাধিক কর্মী ছাঁটাই হচ্ছে  » «   ‘মধুচন্দ্রিমা শেষ’, প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর: আইসিজি  » «   সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী নোয়াখালী  » «   হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ : ৬৪ জন যাত্রী ও ক্রুর ভাগ্যে কী ঘটেছে  » «   ভারতীয় বিতর্কিত সিনেমা ‘ইমার্জেন্সি’: শেখ মুজিবের মুখে এ কী সংলাপ? : ব্রিটেনে বিক্ষোভ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

কমিউনিটি লীডারদের স্মৃতি স্বারক প্রতিষ্ঠার দাবী জানিয়েছে লাভ টাওয়ার হ্যামলেটস ক্যাস্পেইন গ্রুপ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

টাওয়ার হ্যামলেটসের রাজনীতি,সংস্কৃতি এবং মাইগ্র্যান্ট কমিউনিটির জন্য  যে সব ব্যক্তি  কাজ করেছেন নিঃস্বার্থভাবে  সেইসব কমিউনিটি লীডারদের স্মৃতি স্মারক প্রতিষ্ঠার দাবী জানিয়েছে লাভ টাওয়ার হ্যামলেটস   ক্যাস্পেইন গ্রুপ।

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচারাল লীড মেম্বার কাউন্সিলর  সাবিনা আক্তারের কাছে আনুষ্ঠানিক  প্রস্তাবনায় বলা হয়- কমিউনিটির সেবায় যারা নিজের মেধা শ্রম দিয়েছেন যেমন সাবেক এমপি লেবার পার্টির নেতা  পিটার সোর , মরহুম মিয়া আক্তার হোসেন (ছানু মিয়া),সাংবাদিক ও সাবেক কাউন্সিলর মরহুম শাহাব উদ্দিন বেলাল ও মরহুম আব্দুস সালিক প্রমুখ তাদের স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়ার দাবী জানান।

বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সাইট ভিজিটে এ সময় উপস্থিত ছিলেন-টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের  স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন।
ক্যাম্পেইন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন আনসার আহমদ উল্লাহ,আহাদ চৌধুরী বাবু, জামাল খান ও জুয়েল রাজ।

লাভ টাওয়ার হ্যামলেটস  ক্যাস্পেইন গ্রুপ  এর মুখপাত্র সাংবাদিক আহাদ চৌধুরী বাবু জানান- টাওয়ার হ্যামলেটস কমিউনিটির আলোকিত মানুষদের কাজ এবং ত্যাগকে মূল্যায়নে আমরা একটি প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবো । এবংএর ধারবাহিকতায় টাওয়ার হ্যামলেটস এর কমিউনিটিকে নিয়ে কাজ করা  বীরদের বাঁচিয়ে রাখার চেষ্টা থাকবে ৷ কাউন্সিলার সাবিনা আক্তার বিষয়টি নিয়ে প্রদক্ষেপ গ্রহণে সংক্রিয় হবেন বলে আশ্বাস দেন ।

স্বাধীনতা টাস্ট্রের আনসার আহমদ উল্লাহ বলেন- আমরা মূলধারার নিজেদের অবস্থান জানান দিয়েছি ৷ বর্ণবাদ ও কমিউনিটি গঠনে যাদের প্রত্যক্ষ অবদান রয়েছে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আহবান জানিয়েছি ৷ এতে ইতিহাস সমৃদ্ধ হবে ৷

স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন এধরণের ক্যাম্পেইন বহুজাতিক সংস্কৃতিতে অন্যতম উদাহরণ বলে মন্তব্য করেন ।

প্রসঙ্গত ইতিমধ্যে বিষয়টি নিয়ে মেয়র জন বিগসকে প্রস্তাবনা দেওয়া হয়েছে ৷ ( বিজ্ঞপ্তি)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন