গণতান্ত্রিক রাজনীতিতে সহনশীলতা ও শ্রদ্ধাবোধের চর্চা মোটাদাগে গুরুত্ব দিয়েই দেখা হয়।প্রবাসে বাংলাদেশী রাজনীতিতে এই চিত্র দিন দিন বিরল হচ্ছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ১০ দিনের সরকারি সফর করেন। লন্ডনে একটি হোটেলে প্রধানমন্ত্রীর অবস্থানকালীন এই সময়ে হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। বিএনপি’র এই বিক্ষোভে, শ্লোগাণে ছিল বিদ্রুপ এবং ঘৃণা ছড়ানো আপত্তিকর কথামালা।
প্রতিদিন হ্যান্ড মাইক ব্যবহার করে হোটেলের সামনে অশালীন অঙ্গভঙ্গিতে বিএনপি নেতারা বিক্ষোভ করছেন; সামাজিক যোগাযোগেও এই বিক্ষোভগুলো সচিত্র ছিল। এই তথ্যচিত্রগুলো ব্রিটিশ-বাংলাদেশীদের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে তাদের মন্তব্য প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, দেশপ্রেম নিয়ে রাজনীতির কথা বলা হলেও প্রকারান্তরে চরমভাবে খাটো করা হয়েছে বাংলাদেশকে।