বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর শিবলী আলম কাউন্সিল নির্বাচনে জয়ী হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে ।
গত ৫ ই মে হাইডের তাঁর নির্বাচনী অফিসে এক সভায় তাকে এ অভিনন্দন জানানো হয়। মো. নাসির খাঁন সোয়েব এর পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন নর্ব নির্বাচিত কাউন্সিলর শিবলী আলম।তিনি তাঁর নির্বাচনে যারা পরীশ্রম অক্লান্ত পরীশ্রম করেছেন, যারা ভোট দিয়েছেন, যারা সহযোগীতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় তিনি বিজয়ী হতে পেরেছেন বলে তিনি ভোটারদরে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি তাঁর বক্তৃতায় তাঁর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেছেন।এসময় হাইড এলাকার যুবক-মুরব্বিয়ান ও লেবার পার্টির কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ২ মে ইংল্যান্ডের স্হানীয় সরকার নির্বাচনে টেইমসাইড বারা কাউন্সিলে তিনি কাউন্সিলার নির্বাচিত হন।কনজারভেটিব পার্টির ওয়ার্ড হিসেবে পরিচিত হাইড ওয়ারনেথ ওয়ার্ডে হাড্ডাডাড্ডি লড়াইয়ে মাত্র ৫ ভোটের ব্যবধানে তিনি নির্বাচিত হন। বাংলাদেশী বংশদ্ভোত তিনিই প্রথম কোন নারী যিনি এ কাউন্সিলে কাউন্সিলর হিসেবে বিজয়ী হলেন।
কণ্ঠ: সাবিনা ইয়াসমিন