সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

আল্লাহর রাসুল (সাঃ) কে ভালোবাসার মাধ্যমেই পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভবঃ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

‘পরিপুর্ণ মু’মিন হতে হলে আল্লাহ ও আল্লাহর রাসুল (সাঃ) কে ভালো করে জানতে এবং বুঝতে হবে। আল্লাহর রাসূল সাঃ এর আদর্শকে আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহন করতে হবে এবং মেনে চলতে হবে। সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, তাবে তাবেঈনগণ আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য কতই না ত্যাগ স্বীকার করেছেন, নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। আমাদের জীবনকে সুন্দর করতে হলে আমাদের ও এরকম ত্যাগ স্বীকার করতে হবে। শান্ত মনে দৈনিক পাচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সকল অশ্লীলতা, পাপাচার থেকে বিরত থাকতে হবে।’

গত ১৮ নভেম্বর সোমবার, ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারা রসই রেষ্টুরেন্ট কনফারেন্স হলে বৃহত্তর সিলেট ইসলামী যুব সমাজ ইতালী কর্তৃক আয়োজিত মিলাদুন্নাবী (সাঃ) শীর্ষক আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী উপরোক্ত কথা বলেন। হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী আরো বলেন, রাসুল (সাঃ) আমাদের জন্য সবচেয়ে বড় রহমত, আমাদের সবার মাঝে রাসুলের মহব্বত থাকতে হবে। নতুন নতুন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন বিতর্ক থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং আল্লাহ্ ও রাসুল (সাঃ) এর সঠিক পথে চলতে হবে ।

বিশিষ্ট ব্যবসায়ী বৃহত্তর সিলেটের মুরুব্বি ফজলুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ মোঃ মিছবাহ উদ্দিন ও জায়েদুল হক মুকুল এর পরিচালনায় পবিত্র কুরআনে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ সিরাজুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ইতালির সভাপতি পিয়ার আলী, সহ সভাপতি ও বেরগামো জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, পালমা জামে মসজিদ নাপলি’র খতিব হাফিজ মাওঃজাহেদুর রহমান খান, মসজিদ ই কুবা তরপিনাত্তারামা খতিব মওলানা মিকাঈল হোসেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালি’র সভাপতি অলিউদ্দিন শামীম, হাফিজ মাওলানা রাকিব হাসান ও হাফিজ মাওলানা দোলায়েত হোসেন ।

আরো উপস্তিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউ কে এর উপদেষ্টা, জনাব ইসমাইল মিয়া, আঞ্জুমানে আল ইসলাহ ইতালির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ সাইফুর রহমান সজিব, সদস্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুছ ছামাদ, জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সাধারণ সম্পাদক শাব্বির আহমদ সহ প্রমুখ।

মাহফিলে জালালাবাদ এসোসিয়েশন ইতালী ও বৃহত্তর সিলেট ইসলামী যুব সমাজ এর পক্ষ থেকে প্রধান অতিথি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী কে সম্মাননা সরুপ ক্রেষ্ট প্রদান করা হয়। পরিশেষে দোয়া ও নৈশভোজের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন