শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «   জয় বাংলা স্লোগান দেয়ায় ছাত্রলীগ নেত্রীকে ৯ তলায় নেয়া হলো সিঁড়ি দিয়ে  » «   ‘সম্পর্ক’ স্বাভাবিক হবে ঢাকায় নির্বাচিত সরকার এলে, জানালেন ভারতের সেনাপ্রধান  » «   ঘরটি কেন পুড়েনি?  » «   অমর একুশে বইমেলা নিয়ে কী হচ্ছে?  » «   ‘ভালো বন্ধু’ টিউলিপকে বরখাস্ত করার মত কঠোর হতে পারবেন স্টারমার?  » «   ১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

গীতিকবি রইস রহমানকে নিয়ে কবিকণ্ঠ’র সাহিত্য আড্ডা অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

যুক্তরাষ্ট্র প্রবাসী গীতিকবি রইস রহমানকে নিয়ে কবিকণ্ঠ’র সাহিত্য আড্ডা সম্প্রতি সাপ্তাহিক পত্রিকা অফিসে অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ অক্টোবর অনুষ্ঠিত সাহিত্য আড্ডায়  কবি টি এম আহমেদ কায়সারের পরিচালনায় বাংলা সাহিত্যে প্রবাসী লেখকদের সৃজনশীলতা নিয়ে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডা. ইমতিয়াজ আহমদ, কবি ময়নুর রহমান বাবুল, হামিদ মোহম্মদ, সৈয়দ হিলাল সাইফ, আহবাব মিয়া, গয়াছুর রহমান গয়াছ, শহিদ আলী, খয়রুজ্জামান খসরু, শামীম শাহান, বাউল আমীর মোহাম্মদ, কবি মাজেদ বিশ্বাস, আবদুল হান্নান ও  সাংবাদিক ফাত্তাহ ফয়সল চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সিদ্ধার্থ কর, ভারতীয়  ধ্রুপদী  সঙ্গীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিদূষী চন্দ্রাচক্রবর্তী, নৃত্যশিল্পী সোহেল আহমদ, যন্ত্রশিল্পী আবু বকর।

গীতিকবি রইস রহমানের গীতিকবিতা পাঠ করেন হামিদ মোহাম্মদ, মাজেদ বিশ্বাস, ময়নূর রহমান বাবুল, সৈয়দ হিলাল সাইফ।

কবিকণ্ঠ’র প্রবাসী লেখক ও লেখকদের লেখা নিয়ে আলোচনার আয়োজন সাহিত্য ও সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী বলেন, সাহিত্য ও সংস্কৃতি বিকাশে সাপ্তাহিক পত্রিকার অফিস সনব সময় উন্মুক্ত থাকবে এবং আমিও সর্বদা এধরণের যে কোনো ভালো কাজের আয়োজনে সঙ্গে আছি, থাকবো।

ডা. ইমতিয়াজ কবি রবীন্দ্রনাথের ‘আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলার তলে’ এই চরণ পাঠ করে বলেন, সাহিত্য ও সংস্কৃতি চর্চা যেন সব সময় শুদ্ধ চিন্তা এবং একজন ভালো মানুষ হওয়ার প্রত্যয়যুক্ত থাকে। বিদেশে বসবাস করায়  বিশ্বমানব তথা নানা দেশের মানুষের সাথে প্রবাসী লেখকদের আত্মিক সম্পর্ক তৈরীর সুযোগ রয়েছে। এটা বাঙালি ও বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।

কবি হামিদ মোহাম্মদ ও কবি টি এম কায়সার কবি রইছ রহমানের সাথে দীর্ঘ দিনের সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, রইছ রহমান যৌবনে একজন ভালো ক্রীড়াবিদ এবং ভালো শিক্ষক ছিলেন। এছাড়া একজন নিরলস পাঠকও তিনি। তার এই পাঠাভ্যাস তাকে একজন গীতিকবি হয়ে উঠতে সহায়তা করেছে। তার কবিতা পাঠমাত্রই বুঝা যায় অভিজ্ঞতার চাপ রয়েছে। তার লেখায় সহজ সরলভাবে উঠে এসেছে নানা উপলদ্ধি, দেশ এবং মানবপ্রেম।

রইছ রহমান তার বক্তব্যে এ ধরনের আয়োজনের জন্য কবিকণ্ঠ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এ ধরণের আয়োজনে আপ্লুত হয়েছি, আপনাদের কথা আমার চিরদিন মনে থাকবে। আমি তেমন কোনো লেখক নই, কিন্তু আপনারা বিলেতের বন্ধু-স্বজনরা আমাকে চিরঋণী করছেন।

উল্লেখ্য, কবি রইছ রহমানের গ্রামের বাড়ি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইর্য়কে বসবাস করেন। লন্ডনে ব্যক্তিগত সফরে রয়েছেন তিনি। তার প্রকাশিত গ্রন্থ রূপ দরিয়ার মাঝি, ঝর্ণ ঝরে তেপান্তরে, আকাশ গঙ্গায় চাঁদের বাড়ি ও  মোহনায় ডুবে যায় নদী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন