বিলেতের বিশিষ্ট আবৃত্তিকার ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, লেখক ও সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
বিশ্ব কবিমঞ্চ ইউকের সভাপতি ও সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সহ সভাপতি কবি আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনা করেন বিলেতের বিশিষ্ট বাচিক শিল্পী ফখরুল আম্বিয়া।
‘ভালোবাসার আগ্রাসন’ কাব্যগ্রন্থ নিয়ে আলোচকরা বলেছেন-বইটির সবচেয়ে ইতিবাচক দিক হলো কবিতাগুলো বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত। যা বিশেষ করে বহির্বিশ্বে বেড়ে ওঠা বাংলাদেশী প্রজন্ম কবিতা পড়ে বাংলা সাহিত্যের স্বাদ গ্রহণ করতে পারবে।
কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের কবিতায় সমাজের নানা শাখার অসঙ্গতি, মানবিকতা, সাম্য, দ্রোহ, ভালোবাসা, প্রেম ইত্যাদি চমৎকার কাব্যিক আবহ আছে যা পাঠকের মনে নাড়া দিবে। শব্দ চয়নে তিনি মুন্সিয়ানার যেমন পরিচয় দিয়েছেন তেমনি কবিতা পাঠেও দারুণভাবে উপভোগ্য।
আলোচকরা কবিতার মান ও অনুবাদের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ভালোবাসার আগ্রাসন’ পাঠকঠের মনে জায়গা নেবার মতো কবিতা গ্রন্থ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন – গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, চার্টার একাউন্টেনট আব্দুর রাকিব, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের প্রাক্তন সভাপতি ও গবেষক কবি ফারুক আহমদ।
ভালোবাসার আগ্রাসন বই থেকে বাংলা ও ইংরেজী কবিতা আবৃত্তি করেন ড. আনোয়ার হক, নজরুল ইসলাম অকিব, হেনা বেগম, কবি হাফসা ইসলাম, জুবায়দা খানম, মেঘনা উদ্দিন ও ফখরুল আম্বিয়া।
আরও বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার ও কবি মুজিবুল হক মনি, জ্যেষ্ঠ সাংবাদিক রহমত আলী, কবি শামীম শাহান, বিশিষ্ট উপস্থাপক মিসবাহ জামাল, সাবেক কাউন্সিলর ও গোপশহর প্রবাসী ইউকের সভাপতি আব্দুর রকিব, তারিকুল ইসলাম শাহিনূর, রোকন উদ্দিন, এলিন চৌধুরী ও খলিল মিয়া প্রমুখ।
‘ভালোবাসার আগ্রাসন’ শিরোনামের কবিতাটি সুরারোপিত করে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সাইদা নাসিম কুইন ।
কবি ফয়জুল ইসলাম ফয়েজনূর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, একজন কবির কবিতা যখন পাঠকের মনে নাড়া দেয় তখন কবি মূলত সবচেয়ে বেশী আত্নতৃপ্তি লাভ করেন। সকলের মন্তব্য আমার জন্য অনেক বড় পাওয়া। এবং আগামী দিনে কবিতা চর্চায় নিজেকে আরও জাগ্রত করতে এই গুরুত্বপূর্ণ কথামালা আমাকে প্রাণীত করবে।
‘ভালোবাসার আগ্রাসন’ কাব্য গ্রন্থে স্থান পেয়েছে বাইলেঙ্গুয়াল ১১০টি কবিতা। অনুবাদ করেছেন মিহির কান্তি চৌধুরী। প্রকাশক অভ্র প্রকাশন। প্রচ্ছদ ধ্রুব এষ। বইটি বাতিঘর ও পাঠক সমাবেশে পাওয়া যাবে। মূল্য বাংলাদেশে ৪০০টাকা, যুক্তরাজ্য ৭ পাউন্ড, যুক্তরাস্ট্র ৮ ডলার।
কবি বইটি উৎসর্গ করেছেন তার বাবা মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম, মা হাওয়ারুন্নেছা খানম ও লেখকের ভগ্নিপতি ও মেন্টর সংস্কৃতিজন মরহুম আবু বকর মোহাম্মদ হানিফ ( খোকন) কে।
অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ ছোটন সৃজনশীল আয়োজনের সকলের প্রাণবন্ত অংশগ্রহনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।