মিয়ানমারের ইয়াংগুনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সাংবাদিকদের এ কথা জানান।
গতকাল বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ ৮-কিউ ৪০০ উড়োজাহাজ। এতে ৩০ জনের মতো আহত হয়।আহতদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও ১৮ জনের চিকিৎসা চলছে মিয়ানমারের হাসপাতালে। তবে তারা সবাই শঙ্কামুক্ত আছেন।
শাকিল মেরাজ বলেন, মিয়ানমারে বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব খরচ দেয়া হবে। সেই সঙ্গে যাত্রীদের সব ধরনের সেবা ও সহযোগিতা দেওয়ার জন্য বিমানের পক্ষ থেকে উদ্যোগও নেয়া হয়েছে। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসও হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের সার্বিক বিষয়ে তদারকি করছে। তাদের খোঁজ-খবর রাখছে।
এদিকে ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ার ঘটনা তদন্তে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটির প্রধান করা হয়েছে চিফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরীকে।