বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  » «   টরেন্টো বাংলা পাড়া ক্লাবের ১ম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   ফুটবলের ব্যাখ্যাতিত নায়ক  » «   বিলেতে হালাল ব্যবসায় হাবিবুর রহমানের সাফল্য  » «   ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের দোয়া মাহ‌ফিল  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ‘মোবাইল ক্লিনিক’ সেবা উদ্বোধন  » «   লণ্ডনে গ্রেটার পাতন এসোসিয়েশন ইউকের বর্ণাঢ্য অভিষেক  » «   সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত  » «   ইস্টহ্যান্ডস’র আয়োজনে লন্ডনে বাগান প্রেমীদের মিলন মেলা  » «   লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন  » «   লন্ডনে বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব  » «   চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার মুনিরা পারভিনের মাতা শাহানা সুলতানা’র মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   কানাডায় স্বাগতম ! তবে তার আগে…  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে ৫২বাংলার শোক প্রকাশ  » «   ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের সভাপ‌তি রেজা আহমদ ফয়সল চৌধুরীর মাতৃবিয়োগে শোক প্রকাশ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

শিশু ও নারীর জন্য জনবান্ধব ও নিরাপদ বাংলাদেশ গড়ার দাবীতে লন্ডনে মানববন্ধন
আলতাব আলী পার্কে ২৪টি অরাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের একাত্নতা প্রকাশ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসালয় সহ সর্বস্তরে আশংকা জনক ভাবে শিশু ও নারী ধর্ষণ, যৌন নির্যাতন, হত্যা বৃদ্ধি পেয়েছে। একই ভাবে কমছে দেশব্যাপী নারী ও শিশুর সামাজিক নিরাপত্তা সহ স্বাধীনভাবে নিরাপদ চলাচলের  সুযোগ। আশংকাজনক ভাবে বাড়ছে সামাজিক অবক্ষয়।

এই অবস্থা থেকে প্রিয় জন্মভুমির ভবিষ্যৎ প্রজন্ম ও নারীকে রক্ষায় বিদেশের মাটি থেকে কাজ করে যেতে চায় লন্ডনের ২৪ টি অরাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত এই প্ল্যাটফর্মটি।

এরই ধারাবাহিকতায়,  শিশু ও নারীর জন্য জনবান্ধব ও নিরাপদ বাংলাদেশ গড়তে প্রথম পদক্ষেপ হিসেবে,  ৪ঠা মে, শনিবার বিকাল ৪:৩০টায় এক  মানববন্ধনের আয়োজন করা হয়। পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কে আয়োজিত মানববন্ধন থেকে বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন জোড়দার করা সহ মাদ্রাসা ও স্কুলের কারিকুলাম পরিবর্তন আনা সহ ১০ দফা দাবীতে তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে আয়োজক বৃন্দরা জানান।

কবি লিপি হালদার, সেভ ইনোসেন্স এর পরিচালক ও মডেল জেরিন স্মৃতি আহমেদ, লেডিস ক্লাব ইউকে এ্যান্ড ইউরোপের প্রতিষ্ঠাতা, কলামিষ্ট  হাসিনা আখতার এবং এ্যাডওয়ার্কসের কর্নধার ও নির্মাতা মিনহাজ কিবরিয়ার উদ্যোগে শিশু ও নারীর জন্য জনবান্ধব ও নিরাপদ বাংলাদেশ গড়ার দাবীতে  মানববন্ধনে  উপস্থিত ছিলেন  সেক্যুলার বাংলাদেশের সভানেত্রী পুষ্পিতা গুপ্তা, সেক্রেটারী অতীশ সাহা, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর সভানেত্রী কাউন্সিলর আয়েশা চৌধুরী, নারী দিগন্তের কালচারাল সেক্রেটারি মুনজেরিন রশীদ, ফেরদৌসী লিপি সাংগঠনিক সেক্রেটারী, মহিলা অংগনের প্রতিনিধি ঝর্না চৌধুরী, বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকের সেক্রেটারি সিরাজুল বাসিত চৌধুরী,  ফ্যাশন ডিজাইনার সাঈদা চৌধুরী, আইনজীবি ইউসুফ,  মঞ্চশৈলীর প্রধান জিয়াউর রহমান সাকলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র ইউকের প্রতিনিধি হিমু এম হূসেইন, রিডার্স এ্যান্ড রাইটার্স গ্রুপের প্রতিনিধি কবি আফসানা আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট  ইউকে‘র চেয়ারম্যান  মোহাম্মদ আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক জেনিফার সারোয়ার লাক্সমী, হ্যোয়াইট পিজিওন ইন্টারন্যাশনালের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, ব্রিটিশ বাংলাদেশি উইমেন ফোরাম ইউকের সেক্রেটারি লুনা সাবিরা,  অঞ্জনা আলম, হিউম্যান রাইটস এ্যাক্টিভিষ্ট তাসনুভা ফেরদৌসী,  মোহাম্মদ দীপ, সেলিম আহমেদ, বাংলাদেশের তারকা আমান রেজা, আবৃত্তিশিল্পী ফেরদৌসি আরা জুল্ফিকার ও শতরুপা চৌধুরী।  এছাড়াও উপস্থিত ছিলেন বাতিরুল হক সরকার, ইয়াসমিন আক্তার এবং স্থানীয় মিডিয়াসহ অন্যান্য জন।

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন