বাংলাদেশের প্রাণ বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রাণ যুবলীগ। তাই প্রবাসেও যুবলীগ নেতৃবৃন্দকে এক হয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে যুবলীগের কমিটি ঘোসণা করতে গিয়ে এ কথা বলেছেন সুনামগঞ্জ ৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক এমপি।
এ উপলক্ষে বৃহস্পতিবার ফুজাইরাহের একটি রেস্তোরায় সভাপতিত্ব করেন জাকির হোসেন। শামীম আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আবুল কাশেস, আল আইন আওয়ামী লীগের লোকমান হোসেন আনু, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম সহ আরো অনেকে।
পরে জাকির হোসেনকে সভাপতি শামীম আহমদকে সাধারণ সম্পাদক ও ছালেক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি ।