লন্ডনের পর সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটিকে দ্বিতীয় বৃহত্তম কমিউনিটি ধরা হয়। তার পেছনে রয়েছে সার্বিক দিকে বাংলাদেশিদের বিচরণ। আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসিরা অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে খুব তৎপর। তারই ধারাবাহিকতায় আরব আমিরাতের রাস আল খাইমাহতে বেড়ে ওঠা বাংলাদেশি আনিসুর রহমান সুমন অভিনীত জাতীয় পর্যায়ের টিভি নাটক সময়ের গল্প: মুখোশের আড়ালে প্রচারিত হয়েছে আরটিভির পর্দায়।
নাটকটি এখন আরটিভির ইউটিউভে আছে।
নাটকটি পরিচালনা তপু খান। পর্ব পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজিব। নাটিকটির কাহিনী রচনা করেছেন রাশিদুর রহমান। নাটকটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির ও নুসরাত। এই নাটকে আরব আমিরাত প্রবাসি আনিসকে খলঅভিনেতার অভিনয়ে দেখা গেছে।
আনিসুর রহমান সুমনের বাড়ি নোয়াখালিতে। জন্ম হয়েছে ঢাকা শহরে। ছোটবেলা থেকে আরব আমিরাতের রাস আল খাইমায় বেড়ে ওঠেছেন তিনি। এখানেই করেছেন লেখাপড়া। কম্পিউটার বিদ্যায় বিএসসি করা আনিস ব্যাংকিং এবং ফিন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে এমবি করেছেন। বর্তমানে এ্যামিরেটস ইসলামি ব্যাংকের রিলেশ্যান ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
আনিস এ ব্যাপারে জানান, নাটকের মাধ্যমে অসঙ্গতি দূর করা খুব সহজ। আগামি দিনে আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটি নিয়ে তিনি কাজ করতে আগ্রহি।
প্রসঙ্গত, আগামিতে চ্যানেল আই নির্মিত মিষ্টি পান নাটক আসছে। সেটিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও দুবাইয়ের কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি।
আগামিতে ওয়েব ভিত্তিক প্রবাস জীবনের উপর নির্মিত নাটক বানাবেন বলে জানিয়েছেন তিণি। এ জন্য তিনি সকলের সহযোগিতাও চেয়েছেন।