উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করলো ম্যানচেস্টারের ওল্ডহ্যামে নর্থ ওয়েস্ট বাঙালি হিন্দু কালচারাল এসোসিয়েশন ।গত ২৮ শে এপ্রিল সংগঠনের নিজস্ব হলে আয়োজতি এ অনুষ্ঠানে গান ,নৃত্য ,নাটক ও গ্রাম বাংলার দামাইল গানের মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি ,সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ডাঃজি,পি সিং এবং সাধারণ সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য ।বর্ষবরণ অনুষ্ঠান পরিচালনা করেন সূপর্না ভট্টাচার্য ,সুপ্রিয়া দে এবং জিতেন্দ্র গুপ্তা। স্বাগত বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন,প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সামনে ঐতিহ্য ইতিহাস তুলে ধরা লক্ষ্যে প্রতি বছর আমরা বর্ষবরণ অনুষ্ঠান করে থাকি।
অনুষ্ঠানে ছোট্ট শিশুদের নৃত্য ও অতিথি শিল্পীদের গান উপস্থিত দর্শকদের আনন্দ প্রদান করে ।অনুষ্ঠানে ম্যানচেস্টারের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেন ।অনুষ্ঠান শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয় ।