সৌদি আরবে সবুজায়নে লাগানো হয়েছে ১ কোটি গাছ।‘লেটস মেক ইট গ্রিন’ – চলুন সবুজায়ন করি শীর্ষক এই গাছ লাগানোর অভিযান দেশটির ১৩টি প্রদেশেই সম্পন্ন হয়েছে। ২৬ লাখ গাছ লাগিয়ে কর্মসূচিতে শীর্ষ স্থান করে নিয়েছে সৌদি আরবের আল-শারকিয়া প্রদেশ। বিস্তারিত দেখুন সাগর চৌধুরীর প্রতিবেদনে। কণ্ঠ : সাব্বির আহমদ পরাগ