সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «   লন্ডনে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবানী ও মিলন মেলা  » «   কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «   লন্ডনে অনুষ্ঠিত হলো ১১তম মুসলিম চ্যারিটি রান, দেড়শত হাজার পাউন্ডের বেশি সংগ্রহ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ওল্ডহ্যামে বৈশাখী মেলা অনুষ্ঠিত



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

 

বর্ণিল সাজে আনন্দ,  হৈ হুল্লোড়, আড্ডা, কবিতা, গান, পুঁতি পাঠ, নৃত্য, কৌতুক, নাটক, দর্শকের মুহু মুহু করতালি আর উচ্ছ্বাসের মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে ওল্ডহ্যামে  অনুষ্ঠিত হয়ে গেলো বাংলা নববর্ষ উদযাপন ও বৈশাখী মেলা।ইন্সপায়ার মাইন্ড ও কালচারাল ফোরাম ইউ,কে’র আয়োজনে গত ১৪ ই এপ্রিল রবিবার ওল্ডহ্যামের এ  উৎসব স্হানীয় ইস্টার্ন প্যাভেলিয়ান ওয়েডিং হলে  অনুষ্ঠিত হয়।

সকাল থেকে বিকেল পর্যন্ত বাঙালীয়ানা সাজে হাজার হাজার মানুষের ঢল নামে এ মেলায়। মেলায় নারী ও শিশুদের স্বতঃস্ফূর্ত  উপস্থিতি  ও নারী উদ্যোগতাদের বিভিন্ন ধরনের স্টল নিয়ে অংশগ্রহণ ছিলো  উল্লেখযোগ্য। সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিক মুকিত চৌধুরী সিতু ও আবিদুল ইসলাম আরজুর সাবলীল ও রসময় সঞ্চালনায় মেলায় সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী পরশ মনি, নুরজাহান শিল্পী, আহাদ উল্লাহ শাহ সহ অনেক স্হানীয়  শিল্পীবৃন্দ। শিল্পীদের মনকাড়া সুর আর  ছন্দের তালে তালে  দর্শকের করতালি ও উচ্ছ্বাস মেলাকে উৎসব মুখর করে তুলে। মেলায়  রকমারি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, পান্তা ইলিশ,চানাচুর, চটপটি,  পিঁয়াজু,নকশী পিঠা, রকমারী পোশাক, বাহারী পান সহ বিভিন্ন হস্তশিল্প ও নকশীকাঁথা ইত্যাদি দেখে মনে হয়েছে যেন একই ছাদের নীচে একটুকরো বাংলাদেশ। মেলার প্রধান আকর্ষণ ছিলো ম্যানচেস্টারের আড্ডা নাট্যদলের পরিবেশনায় মঞ্চ নাটক।
এছাড়াও কবিতা আবৃত্তিও পুঁতি পাঠ ও গান পরিবেশন করেন নুরুল ইসলাম সোহাগ,জয়নুল ইসলাম জয়, জিল্লুর রহমান, রিপন মিয়া প্রমুখ।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  ওল্ডহ্যাম ব্যারা কাউন্সিলের মেয়র জাভেদ ইকবাল,   অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ইন্সপায়ার মাইন্ডের  আকিকুর রহমান রাজন,সাংবাদিক ও সমাজকর্মী সালেহ উদ্দিন তালুকদার সুমন,  কালচারাল ফোরামের সভাপতি মতিউর রহমান চৌধুরী, কাউন্সিলার প্রার্থী ইরফাত শাহজাহান, কাউন্সিলর মনতাজ আলী আজাদ, সমাজ সেবক ও কাউন্সিলার প্রার্থী কুতুবউদ্দিন, মুজাহিদ খান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলার আব্দুল জব্বার, কাউন্সিলার মোহন আলী, মিডিয়া ব্যক্তিত্ব সাজ্জাদ আজিজ মালিক, নেবজার সাধারন সম্পাদক সাদী চৌধুরী,কাউন্সিলার প্রার্থী রুজি সোরজান, এ জে সাম,  লালা মিয়া, জাওয়াদ ইকবাল মজুমদার, নাজমা ইয়াসমিন, কামাল রব, মদরিছ আলী, শামীম আহমদ মসিউর রহমান মুসা, মিজানুর রহমান, জামান আহমদ, সাদিকুর রহমান,, লিয়াকত মিয়া, সিউল চৌধুরী , আক্তার হুসেন, নানু  মিয়া সহ অনেক গুন্যমান্য কমিউনিটি নেতৃবৃন্দ। আয়োজকরা মেলায় আগত বিপুল সংখ্যক দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন ‘নতুন বছরকে সবাই মিলে স্বাগত জানানো ও এদেশে বেড়ে উঠা নতুন প্রজন্ম কে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে  শেকড় এর সন্ধান দেওয়ার উদ্দেশ্যে ই  আমাদের এই আয়োজন।’ এতে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহায়তা করেছেন, স্পন্সর করেছেন, স্টল দিয়েছেন সবার প্রতি তারা কৃতজ্ঞতা জানান। মেলার মিডিয়া পার্টনার ছিলো বিটিভি ইউ, কে অনলাইন চ্যানেল।।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন