রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বৈশ্বিক পাসপোর্ট সূচকে কিছু উন্নতি : ফিলিস্তিন-লিবিয়ার অবস্থানে বাংলাদেশ  » «   সমাজসেবী হাজী আব্দুর রহমানের ইন্তেকাল  » «   বাংলা একাডেমির ‘আদব-কায়দা’ নিয়ে প্রশ্ন তুললেন সলিমুল্লাহ খান  » «   সুরভি-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  » «   বরের পিতা আওয়ামী লীগ নেতা, চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে ‘মব’ তাণ্ডব  » «   বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে  » «   মার্কিন অর্থায়ন বন্ধের প্রভাব : আইসিডিডিআর,বি’র সহস্রাধিক কর্মী ছাঁটাই হচ্ছে  » «   ‘মধুচন্দ্রিমা শেষ’, প্রত্যাশার চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর: আইসিজি  » «   সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী নোয়াখালী  » «   হেলিকপ্টারের সঙ্গে বিমানের সংঘর্ষ : ৬৪ জন যাত্রী ও ক্রুর ভাগ্যে কী ঘটেছে  » «   ভারতীয় বিতর্কিত সিনেমা ‘ইমার্জেন্সি’: শেখ মুজিবের মুখে এ কী সংলাপ? : ব্রিটেনে বিক্ষোভ  » «   প্রধান উপদেষ্টাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি  » «   চরমোনাই পীরের অফিসে গিয়ে মির্জা ফখরুলের বৈঠক: ফ্যাসিবাদী শক্তি ঠেকাতে ঐক্যমত  » «   স্থগিত হওয়া বাংলা একাডেমি পুরস্কার, প্রত্যাখান সেলিম মোরশেদের  » «   দেশে সেনাশাসন আসার কোনো প্রেক্ষাপট নেই দাবি মাহফুজ আলমের  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

করোনাভাইরাস আতঙ্কে ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ বাতিল



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে বাতিল হলো এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC)। আগামী ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বের বৃহত্তম এ মোবাইল ফোন প্রদর্শনী। তবে বিটি, এলজি, নোকিয়া, সনি, ভোডাফোনের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ভাইরাস সংকটের মধ্যে প্রদর্শনীতে অংশ না নেয়ার ঘোষণা দেয়ায় শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হয় আয়োজক(GSM)অ্যাসোসিয়েশন(GSMA)।

জিএসএমএ’র প্রধান নির্বাহী জন হফম্যান এক বিবৃতিতে বলেন, আয়োজক দেশ ও বার্সেলোনার নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশের প্রতি যথাযথ সম্মান রেখে জানাচ্ছি যে, MWC বার্সেলোনা-২০২০ বাতিল করেছে GSMA।

করোনাভাইরাস প্রাদুর্ভাবে ভ্রমণ বিষয়ক দুশ্চিন্তাসহ অন্যান্য পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ এই অনুষ্ঠানের আয়োজন অসম্ভব করে তুলেছে।

বাৎসরিক এই মোবাইল ফোন প্রদর্শনীতে প্রতিবার উপস্থিত হয় বিশ্বের লক্ষাধিক মানুষ, যার মধ্যে অন্তত ছয় হাজার আসে চীন থেকে। বিশ্বের বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেয়ায় অর্থনীতিতে যথেষ্ট গুরুত্ব রয়েছে এমডব্লিউসির।

কিন্তু এ সপ্তাহের শুরুতেই অ্যামাজন, সনি, এলজি ইলেক্ট্রনিক্স, এরিকসন, ফেসবুক, চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল ও এনভিডিয়া জানায়, তারা এবারের প্রদর্শনীতে আসছে না। ডয়েচে টেলিকম বলছে, আন্তর্জাতিক অতিথিদের এত বড় জমায়েতে কর্মীদের পাঠানো হবে ‘দায়িত্বহীন’ একটি কাজ। ফরাসি টেলিকম গ্রুপ অরেঞ্জের প্রধান নির্বাহী স্টিফেন রিচার্ড জিএসএমএ’র চেয়ারম্যান। প্রদর্শনীতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে তার প্রতিষ্ঠানও।

 

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ওয়্যারড জানিয়েছে, স্প্যানিশ কর্তৃপক্ষের কাছে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারির অনুরোধ জানিয়েছিল জিএসএমএ, যেন তারা এ প্রদর্শনী বাতিল করতে পারে। সংবাদমাধ্যমটির মতে,GSMA যদি নিজেরাই অনুষ্ঠান বাতিল করে তাহলে ইনস্যুরেন্সেও তাদের ক্ষতি পোষাবে না। তার চেয়ে স্বাস্থ্য সতর্কতার কারণে যদি এটি বাতিল করতে হয়, সেটাই বরং লাভজনক হতো।

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। বুধবার চীনে এ ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন ২৪৪ জন, যা এখন পর্যন্ত একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৭ জন।

হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১০ জন। চীনের মূল ভূখণ্ডে মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১ হাজার ৩৫৫ জন। এছাড়া মধ্যে চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে দু’জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার হুবেইতে আরও ১৪ হাজার ৮৪০টি ভাইরাস সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। ফলে প্রদেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২০৬ জন। বিশ্বজুড়ে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: বিবিসি, সিএনএন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন