সংযুক্ত আরব আমিরাতে বিলেত থেকে সম্প্রচারিত ৫২ বাংলা টিভির উদ্যোগে ৫২ বাংলা টিভি T10 ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১২-০৪-২০১৯) দুপুর ২ ঘটিকার সময় শারজাহের জুবাইল সুক এর সামনে “৫২ বাংলা T10 ক্রিকেট টুর্ণামেন্টে” এর শুভ উদ্ভোধন করা হয়।
৫২ বাংলা টিভির আমিরাত বুরো আমিনুল হকের পরিচালনায় উদ্ভোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, জি এম জায়গীরদার, ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, আব্দুল আওয়াল, বচন মিয়া তালুকদার, হারুনুর রশীদ রঙ্গু, মামুন আহমদ, ৫২ বাংলা টিভির দুবাই প্রতিনিধি সঞ্জয় ঘোষ সহ আরো অনেকে।
উদ্ভোধনী ম্যাচ বন্ধু স্পোটিং ক্লাবকে হারিয়ে বি-ডি ফ্রেন্ডস ক্লাব বিজয়ী হয়। খেলায় বাংলাদেশি নানা অঞ্চল এবং সামাজিক সংগঠন থেকে মোট ১২টি দল অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে ভালোর পথে আনে। এই পরবাসেও দেশের মানুষদের মধ্যে ভ্রাতৃত্ব মজবুত করতে ৫২ বাংলা টিভির এই আয়োজনকে সাধুবাধ জানান।