সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহের কালবা এলাকায় বাংলাদেশের বিজয় দেবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কালবাস্থ মাঠে পুরস্কার পূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান খলু। পাপ্পু আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আব্দুল মতিন, সাংবাদিক লুৎফুর রহমান, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম, সেলিম আহমদ, আব্দুল আহাদ সহ আরো অনেকে।
কেলা পরিচালনা করেন কমিটির সদস্য বাছন আহমদ, জামিল আহমদ, আপলু আহমদ, ফাহাদ আহমদ, কাওসার হামিদ সহ আরো অনেকে।
টুর্ণামেন্টে সানরাইজ স্পোর্টিং ক্লাব বিজয়ী হবার গৌরব অর্জন করেন।