দীর্ঘদিন ধরে বিমান বাংলাদেশের দুবাইয়ে বড়ো ফ্লাইট ছিলো না। সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ প্রবাসী দুবাইতে বাস করেন। তাই দুবাইয়ের প্রবাসীদের মরদেহ বহনে সমস্যা সহ প্রবাসীদের দেশে ফেরার জন্য এ জন্য ভোগান্তি পোহাতে হয়েছে।
৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিমানের ড্রীমলাইনার ৭৮৭ ফ্লাইট দুবাই থেকে সরাসরি সিলেটে ৩ দিন ও চট্টগ্রামে ২ দিন ফ্লাইট দিচ্ছে বিমান।
-
শনিবার ও মঙ্গলবার দুবাই থেকে সরাসরি সিলেট যাবে এ ফ্লাইটটি। সেইসাথে চট্টগ্রামের প্রবাসীদের জন্য সরাসরি বড়ো ফ্লাইট হচ্ছে বৃহস্পতিবারে। এর আগে ৪ এপ্রিল ফ্লাইটটি সরাসরি চট্টগ্রামে যাত্রা করে।
৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলা বড়ো ফ্লাইটে দুবাই থেকে প্রবাসীদের মরদেহ বহন করছে এ ফ্লাইট।
আগামি মৌসুমে এ শিডিউল বদল হবে এবং স্থায়ি বড়ো ফ্লাইট পাবার আশ্বাস জানিয়েছেন স্থানীয় আঞ্চলিক ব্যবস্থাপক দিলীপ কুমার চৌধুরী।
সেই সাথে দুবাইয়ে বসবাসরত প্রবাসীদের বিমানের এ ফ্লাইট সহ সবসময় দেশের পতাকাবাহি প্রতিষ্ঠান বিমানে ভ্রমণ করার জন্য আহবান করেছেন তিনি।