শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

রক্তাক্ত বাংলাদেশের জজ মিয়ারা



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ইকবালকে গ্রেফতার করা হয়েছে, আরও হয়ত আটক হবেন । একজন ইকবালই কি এর নায়ক ? নেপথ্যের খলনায়ক  কারা ? বিভিন্ন রিপোর্ট থেকে দেখা যাচ্ছে মাদকাসক্ত এই ইকবালই এখন লাইম লাইটে। একসময় জজ মিয়াও লাইম লাইটে এসেছিলেন  জজ মিয়া দিয়ে তখন আড়াল হয়ে গিয়েছিল আসল ষঢ়যন্ত্রকারীরা। আর তাই বার বার কলংকিত হয়েছে দেশ, রক্তাক্ত হয়েছে লাল সবুজের বাংলাদেশ ।  তাই ইকবালদের দিয়ে কিংবা ধর্মীয় উগ্রবাদ বার বার সামনে এনে জজ মিয়াদের নাটক যেন না হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশে জজ মিয়াদের নাটক হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসবে না কখনো ।

সম্প্রতি বাংলাদেশে ঘঠে গেছে নারকীয় সাম্প্রদায়িক হামলা। পবিত্র কোরান শরীফকে দেবতার উরুর উপর রাখার এক বেফাস দায় ফেলে দেয়া হয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর। এবং এই দায় বহন করতে হয়েছে নিরপরাধ সাধারণ হিন্দু জনগুষ্ঠিদের। বাংলাদেশের প্রত্যেকটি বিরোধী দল এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সরকারের কাছে এই মানুষগুলোর নিরাপত্তা চেয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষও তা-ই চায় । বাংলাদেশ সরকারও এ ব্যাপারটাকে অত্যন্ত দৃঢ়তার সাথেই নিয়েছে। এবং দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধ করতে কাজ করছে বলেই বিশ্বাস করা যায়। ইতিমধ্যে দাঙ্গায় ইন্দনদাতাদেরও কয়েকজন হতাহত হয়েছেন। হতাহতদের মাঝে সাধারন মানুষও আছেন।বাংলাদেশের বাইরে বিশেষত বাংলাদেশী অভিবাসী কিংবা প্রবাসীরা এ নিয়ে সোচ্চার, তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে পৃথিবীর দেশে দেশে।

দেশে সংখ্যালঘু মানুষের মত প্রকাশের স্বাধীনতা যে আছে তা-ও আমরা দেখছি । চট্টগ্রামে বিশাল সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যারা ধ্বংশ করছে, তারা সরকারের আশকারা পাচ্ছে বলে সভা-সমাবেশে উল্লেখ করছে। তারা দাবী করছেন, ‘সরকারের পক্ষ থেকে বরাবরের মতোই এসব ঘটনায় দায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আশ্বাস দেয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের কোনো একটি ঘটনায়ও শাস্তি হয়েছে এমন নজির নেই। উল্টো রামু ও নাসিরনগরে বীভৎস সাম্প্রদায়িক সহিংসতাকারীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে।’

অর্থাৎ এ হামলায় তারা সরকারকে প্রকাশ্যেই কাটগড়ায় দাড় করানোর চেষ্টা করছেন। হামলায় বিধ্বস্থ মানুষগু‍লাে অসহায় হয়েই  বিরোধীদলগুলোর মতোই উচ্চারণ করছেন।  এদিকে সাম্প্রদায়িক হামলা মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে কঠোর নির্দেশ দিয়েছেন, যে নির্দেশনা বাংলাদেশের মানুষেরই চাওয়া। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় দায়ীত্ব হয়ত পালন করছে।

বাংলাদেশ রাষ্ট্র হিসেবে অসাম্প্রদায়িক। দেশটার জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতিতেই বিশ্বাস করে, আস্থা রাখে ।যা আমরা দেখেছি সময়ে সময়ে । পূজা অর্চনায়  হিন্দু জনগুষ্ঠির সাথে সৌাহার্দতার মধ্যি দিয়ে তাদের আতিথেয়তা মুগ্ধ করত , আজও সে সম্প্রীতি আছে আমাদের এলাকায়।বাংলাদেশের কিছু এলাকায় এ সম্প্রীতিতে ছেদ পড়েছে। ঘঠছে অপ্রীতিকর দুঃখজনক নারকীয় পাশবিকতা। এ পাশবিকতা কি ঘঠাচ্ছে শুধুই ধর্মীয় গুষ্ঠিগুলো।শুধুই কি তাঁদের উগ্রতার আগুনে জ্বলছে এসব অঞ্চল ? এ প্রশ্নগুলো ঘোরে ফিরেই আসে আমাদের মাঝে। এই ধর্মীয় গুষ্টিগুলোকে যদি আমরা বার বার আমাদের আন্দোলনের ইস্যু বানাই, তাহলে দুটো জিনিষ আমাদের সামনে আসে তার মাঝে একটা হল এতে শুধু ‘ধর্ম ধর্ম ‘বলে ধর্মের বুলি আওড়িয়ে দাঙ্গা সৃষ্ঠিকারীদেরই শুধু জনসম্মুখে নিয়ে আসা হচ্ছে, আসল উস্কানীদাতা কিংবা ষঢ়যন্ত্রকারীরা পর্দার মূলত পেছনেই থেকে যাচ্ছে। ধর্মের উন্মাদনা প্রচারনার আড়ালে মুল ষড়যন্ত্রকারী গুষ্ঠি অধরাই থেকে যায়। অন্যদিকে এর মধ্য দিয়ে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিতি করিয়ে দেয়া হচ্ছে , যাতে আন্তর্জাতিক অঙ্গনে অহেতুক প্রশ্নবোধক করেেতোলা হচ্ছে বাংলাদেশটাকে।

প্রসঙ্গক্রমে নাসিরনগর, রামু কিংবা অন্যান্য এলাকায় ধর্মীয় উস্কানীতে সাম্প্রদায়িক হাঙ্গামা সৃষ্ঠির পেছনের কারিগরদের দিকে যদি আমরা একটু ফিরে তাকাই, তাহলে কি দেখি। কাদের দায়ী করা হয়েছিলো তখন, কারা চিহ্নিত হয়েছিল সেসময় । যারা চিহ্নিত হয়েছিল তাদেরই চারজন ক্ষমতাসীন দলের হয়ে চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য মনোনীত হয়েছিলেন মাত্র কদিন আগে। পরবর্তীতে দলের অভ্যন্তর থেকে প্রতিবাদ উঠায় এদের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহার করা হলেও ঐ মনোনয়নের মধ্যি দিয়ে পুরনো ক্ষত আবারও দগ্দিভূত হলো, আমাদের চোখের সামনেই নতুন বিভৎসতার স্মৃতি জাগিয়ে দেয়া হল। সাথে সাথে জানান দিল, ঐ সহিংসতা কোন ধর্মীয় সহিংসতা ছিল না। ধর্মের আবরণ দিয়ে রাজনীতির মানুষগুলোই তাদের বৈষয়িক কিংবা রাজনীতির দাও মেরেছে, সহিংসতা ঘঠিয়েই। বিস্ময়ের ব্যাপার হল, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সন্ত্রাস-সহিংসতা ঘঠিয়েও ক্ষমতার রাজনীতি থেকে এদের সরে যেতে হয় নি।এরা টিকে আছে। আর সেজন্যই হিন্দু সম্প্রদায়ের কিংবা বিরোধী দলগুলোর অভিযোগকে অবগ্গা করার অবকাশ এখানে নেই।

আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা অবস্থানে আছে বলেই আমরা বিশ্বাস করি। নারীর ক্ষমতায়ন, ধর্মীয় সংখ্যালঘুদের চাকুরী ক্ষেত্রে বিশেষ সূবিধা প্রভৃতি বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। এ নিয়ে রাষ্ট্রের একটা শ্লাঘাও আছে । পার্শ্ববর্তী কোন একক দেশের উপর নির্ভরতা কাটিয়ে ভারত চীন এমনকি মায়ানমারের সাথেও বাংলাদেশের আছে নানামূখি সম্পর্ক, যা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটা ইতিবাচক দিক। এই অগ্রযাত্রায় বহু প্রশ্ন আছে যদিও, তবুও দেশের বাইরে বাংলাদেশ এখন ‘তলাবিহীন ঝুড়ি’ নয়। বিশ্বে বাংলাদেশ একটা ঊর্ধগামী-উদীয়মান (ইমার্জিং) রাষ্ট্র হিসেবে পরিচিত। আর এই ‘ইমার্জিং’ হওয়াটা দক্ষিণ এশিয়ার অনেক দেশের জন্য মাথাব্যাথারও কারণ । এটাও আমাদের ধারণায় রাখতে হবে।

 বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লন্ডন দূতাবাসের সামনে অবস্থান নেয় লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ৬টায় পাঁচ দফা দাবিতে অনশন শুরু করেন সেকুলার মুভম্যান্টের সদস্যরা। এসময় তাদের হাতে লিফলেট, প্ল্যাকার্ড, পোস্টার ছিল।

পাঁচ দফা দাবিগুলো হলো, হিন্দুদের বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনের সময় হিন্দুদের রক্ষা না করার জন্য বাংলাদেশ সরকারের নিকট থেকে অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে; সমস্ত হিন্দু উৎসব, জীবন ও সম্পদের সুরক্ষার জন্য পুলিশ এবং প্রশাসনের কাছ থেকে জবাবদিহিতা ও ত্বরিত পদক্ষেপ নিতে হবে; গত সপ্তাহে সংগঠিত নৃশংসতার শিকার মানুষদের সুষ্ঠ বিচার নিশ্চিত এবং উপযুক্ত ক্ষতিপূরণ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রয়োগ এবং সকল অপরাধীদের বিচার, তাদের অপরাধকে এক ধরনের উগ্রবাদী সন্ত্রাস হিসেবে বিবেচনা করা এবং সহিংসতায় নিহতদের প্রতি দুঃখ প্রকাশ ও সংহতি প্রকাশের জন্য হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখতে হবে।

একজন অভিবাসী হিসেবে তাদের এই আন্দোলনের প্রতি আমার মত অসংখ্য মানুষের সমর্থন আছে। বাংলাদেশ হাইকমিশনরে সামনে ব্রিটেনের হিন্দু জনগুষ্ঠির কিছু মানুষের আন্দোলন ছাড়াও আমরা দেখছি শত শত অসাম্প্রদায়িক বাঙ্গালি জনসমাবেশ করেছেন আলতাব আলী পার্কে। চারদিক থেকেই বাংলাদেশে ঘঠে যাওয়া বর্বরতার বিরুদ্ধে ব্রিটেনের অভিবাসীরা সোচ্চার হয়েছেন।  কিন্তু এর জন্য কি অনশনেই যেতে হবে । তারা বলছেন এর দায়ভার সরকারের। বাংলাদেশের বিরোধী দলগুলোও একই কথা বলছে । অর্থাৎ তারা যেটা বলছেন, সে কথাগুলোতো উচ্চারিত হচ্ছে পুর্ব থেকেই। সরকার স্বীকার করুক কিংবা না করুক, এ দায় সরকারের। আর সেজন্যই বার বার এসকল নৃশংসতা ঘঠার কারণ বের করাটা সরকারের দায়ীত্ব ।আর সেজন্যই আমরা এটাকে রাজনৈতিক ব্যর্থতা হিসেবেই বিবেচনা করি।

অন্যদিকে অসাম্প্রদায়িক বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই এর জন্য লজ্জা পাওয়া উচিৎ। এ লজ্জা আমাদের সকলের। নাগরিক হিসেবে আমাদের সকলের দায় এ ব্যর্থতা। কিন্তু এটাকে ‘উগ্রবাদী সন্ত্রাস’ আখ্যা দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে উগ্রবাদীদের জায়গা হিসেবে চিত্রিত করার কি কোন অর্থ আছে ? হতাহতের দায় রাষ্ট্রের। তা প্রতিরোধে রাষ্ট্র ব্যর্থ হলেও সর্বাত্নক চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় সকলের সম্মিলিত সহাবস্থানটাই প্রধান।  জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আহবান করাটা এখানে খুব জরুরী নয়।

ইকবালকে গ্রেফতার করা হয়েছে, আরও হয়ত আটক হবেন । একজন ইকবালই কি এর নায়ক ? নেপথ্যের খলনায়ক  কারা ? বিভিন্ন রিপোর্ট থেকে দেখা যাচ্ছে মাদকাসক্ত এই ইকবালই এখন লাইম লাইটে। একসময় জজ মিয়াও লাইম লাইটে এসেছিলেন  জজ মিয়া দিয়ে তখন আড়াল হয়ে গিয়েছিল আসল ষঢ়যন্ত্রকারীরা। আর তাই বার বার কলংকিত হয়েছে দেশ, রক্তাক্ত হয়েছে লাল সবুজের বাংলাদেশ ।  তাই ইকবালদের দিয়ে কিংবা ধর্মীয় উগ্রবাদ বার বার সামনে এনে জজ মিয়াদের নাটক যেন না হয়। অসাম্প্রদায়িক বাংলাদেশে জজ মিয়াদের নাটক হলে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসবে না কখনো ।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

"এই বিভাগে প্রকাশিত মতামত ও লেখার দায় লেখকের একান্তই নিজস্ব " -সম্পাদক