মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির জবাবের  » «   তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল  » «   কী হচ্ছে তুরস্কে, একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছেন এরদোয়ান?  » «   যুক্তরাষ্ট্রফেরত জাহিদুল এখন সফল কৃষি উদ্যোক্তা  » «   জীবনের ইনিংসে কঠিন লড়াইয়ে তামিম  » «   শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য  » «   জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার  » «   গাজায় নিহত ৫০ হাজার ছাড়িয়েছে  » «   সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কী চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি?  » «   হিথরো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু  » «   এনসিপির ভোটারদের বয়স ১৬ ও এমপিপ্রার্থীদের ২৩ চায় কেনো?  » «   গাজার পর লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল  » «   ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের বড় উত্থান  » «   হাসনাত আব্দুল্লাহ’র অভিযোগ, আতঙ্ক: আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে  » «   হিথ্রো বন্ধ, মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট  » «  

সমাজের উপকার করাও এক ধরণের ইবাদত
আমিরাতে মেরাজুন্নবীর আলোচনা ও দোয়া মাহফিলে হুছাম উদ্দিন ফুলতলি



ইসলাম ও সুন্নাহের আলোকে জীবন গঠন সবচে’ উত্তম জীবন। ইসলাম মানবিক ধর্ম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কল্যাণে সময় ব্যয় করার তাগিদ দেয়া হয়েছে ইসলামে। সংযুক্ত আরব আমিরাতে মেরাজুন্নবীর আলোচনায় এ কথা বলেছেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের যাকাত বোর্ডের সদস্য , আনজুমানে আল ইসলাহের কেন্দ্রীয় সভাপতি ও মাসিক পরওয়ানা সম্পাদক মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলি। এ সময় তিনি আরো বলেন, প্রবাসে জীবন যাপন করেও যারা দেশ ও দশের কল্যাণে সময় ও অর্থ ব্যয় করেন তারা ইবাদতের শামিল সওয়াব পাবেন।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এই আলোচনার আয়োজন করে আনজুমানে আল ইসলাহ আরব আমিরাত শাখা। সংগঠনের সভাপতি মাওলানা জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্বারী নেজামুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ক্বারী মাহমুদুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত কলামিস্ট ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বদরুল ইসলাম চৌধুরী, হাজী আব্দুর রব, আব্দুল লতিফ, জি এম জায়গীরদার, দেলওয়ার হোসেন চৌধুরী, ডা. শামসুল ইসলাম মুন্না, মোহাম্মদ উজ্জ্বল সহ আরো অনেকে। এ সময় বাংলাদেশ কমিউনিটির সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাফেজ ফয়েজ আহমদের ক্বোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান।

বক্তব্য রাখেন জাহাঙ্হীর আলম, কামরুজ্জামান জুয়েল, মুহিবুর রহমান খালেদ, ক্বারী দেলোয়ার হোসেন, ক্বারী বুরহান উদ্দিন, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল করিম, ক্বারী শোয়েব আলী, ইমামুল হাসান, ক্বারী জহির আলী, ক্বারী জাকির হোসেন, আক্তার হোসেন শামীম, সো. মুফিকুর রহমান, খন্দকার আবুল হোসেন, মিটন আহমদ, মির্জা আবু ছুফিয়ান, ক্বারী আব্দুল জলিল সহ আরো অনেকে।

এ সময় আল্লামা ফুলতলিতে নিবেদন করে স্বরচিত ছড়া পাঠ করেন একাত্তর টিভির প্রতিনিধি লুৎফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথিতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে বাংলাদেশ ও আরব আমিরাতের শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন