বাংলাদেশ সেন্টার লন্ডন’র ম্যানেজমেন্ট কমিটির সভা ৬ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের নিডা হাউসে অনুষ্ঠিত হয়। সেন্টারের ভাইস চেয়ারম্যান শাহানুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের মিনিস্টার ( পলিটিক্যাল) এ এফ এম জাহিদ উল ইসলাম, কাউন্সিলর ( পলিটিক্যাল) দেওয়ান মাহমুদুল হক,সেন্টারের ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন, কবির উদ্দিন, মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু, তারাউল ইসলাম,চীফ ট্রেজারার মামুন রশীদ, যুগ্ম ট্রেজারার শিব্বির আহমদ, সদস্য জবরুল ইসলাম, দিলওয়ার হোসেন, জাকির হোসেন,ইনামুল হক চৌধুরী, শওকত মাহমুদ টিপু, নিজাম উদ্দিন,সাদিক রহমান বকুল ও সেন্টারের প্রধান নির্বাহী এস এম মোস্তাফিজুর রহমান।
সভায় আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় পূর্ব লন্ডনের নিডা হাউসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং আগামী মার্চ মাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন করার সিন্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় আগামী ১২ জানুয়ারি, রবিবার বিকাল সাড়ে ৫টায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বাংলাদেশ সেন্টারের অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভা সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সেন্টারের সকল স্তরের সদস্যকে বার্ষিক সাধারণ সভায় উপস্হিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।