শারজাহ মিউনিসিপালিটি ১৫ই জুলাই থেকে সংযুক্ত আরব আমিরাতে সকল প্রকার জরিমানা এবং ফি প্রদানের ক্ষেত্রে নগদহীন যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।
১৫ জুলাই থেকে এই কাজটি স্যামসাং, গুগল এবং অ্যাপল, ই-ওয়ালেট প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারের মাধ্যমে অর্থ প্রদানের অনুমতি দেবে।
৬ জুলাই সোমবার একটি টুইট বার্তায় জানানো হয় তাশিল কার্ড,পস বা অনলাইন মাধ্যমে ব্যাংকিং কার্ড (ক্রেডিট বা ডেবিট),আমিরাত আইডি কার্ড, গ্লোবাল ই-ওয়ালেট (গুগল পে, অ্যাপল পে, স্যামসাং পে), ব্যাংক একাউন্ট থেকে সরাসরি ডেবিট এর মাধ্যমে প্রদান করতে হবে।
প্রসঙ্গত সংযুক্ত আরব আমিরাত সরকার এর আগে ঘোষণা করেছে ধীরে ধীরে দুবাইতে বসবাসরত নাগরিক এবং বহিরাগত বাসিন্দাদের সকল প্রকার পরিসেবা ডিজিটাল করার পরিকল্পনা নেয়া হচ্ছে।