বিয়ানীবাজার ১১নং লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিনের উপর গত উপজেলা নির্বাচনের দিন হামলার প্রতিবাদে সভা করেছে লাউতা ও মোল্লাপুরের সাধারণ মানুষ। এসময় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
আজ বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌরসভার দক্ষিণ বাজারে লাউতা ইউপি সদস্য জালাল উদ্দিনের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক উপজেলা সাধারণ সম্পাদক রিপন পদকরের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হামলার শিকার লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন।
এসময় তিনি সেদিনের ঘটনা উল্লেখ করে বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে বিনা কারনে তিনি হামলার শিকার হোন, হামলার পরও ধৈর্য্য ধরে নিজেদের প্রার্থী জয় সুনিশ্চিত করেছি, কোনো বিশৃঙ্খলা হতে দেইনি। তিনি বিয়ানীবাজার উপজেলা সকল সাধারণ নাগরিকের সমান অধিকার উল্লেখ করে আরো বলেন, বিয়ানীবাজার অতীত থেকে মানুষ সকল আন্দোলনে এক ছিলো। নানকার প্রথার মতো প্রথা রুখে দাঁড়িয়েছে এই একতার কারণেই।
এসময় তিনি তার ইউনিয়ন ও প্রতিবাদ সভায় আসা সকল মানুষকে ধন্যবাদ জানান। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান, বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সজীব ভট্রাচার্য, যুবদল নেতা আফজাল হোসেন, যুবলীগ নেতা আব্দুল হাছিব, হাসান মামুন, ছাইদুর রহমান, শ্রমিক নেতা মঈন উদ্দিন প্রমুখ।