বুধবার, ৩০ নভেম্বর ২০২২ খ্রীষ্টাব্দ | ১৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
কেসি সলিসিটর্সের দশক পূর্তি উদযাপন  » «   বঙ্গবন্ধু স্কলারশিপ আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের উন্নয়নের প্রতিচ্ছবি  » «   লীলা নাগের স্মৃতি রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্যোগ নেবে  » «   ফুসফুস-ক্যান্সার পরীক্ষার জন্য মাইল এন্ড লেজার সেন্টারে স্থাপন করা হচ্ছে বিশেষ ‘স্ক্রিনিং মেশিন’  » «   অলি-মিঠু-টিপু প্যানেলের পরিচিতি ও ইশতেহার ঘোষণা  » «   ২০ নভেম্বর লন্ডনের রয়েল রিজেন্সিতে ৫ম বেঙ্গলী ওয়েডিং ফেয়ার  » «   একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখা গঠিত  » «   টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পেলেন সিলেটের ২৪গুণী শিক্ষক  » «   নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুল, ফল ও ঔষধি বৃক্ষরোপণ  » «   আলোকিত মানুষ শিক্ষক মো. সমছুল ইসলাম এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী  » «   সিলেটের বিয়ানীবাজারে একটি পরিত্যক্ত কূপে তাজা গ্যাসের মজুদ আবিষ্কৃত  » «   বাংলাদেশী কারী  ব্রিটেনের প্রবৃত্তি ও খাবার সংস্কৃতিতে অনন্য  অবদান রাখছে  » «   পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীবাদের প্রতিবন্ধকতা  » «   রিষি সুনাক এশিয়ান বংশদ্ভোত, কনজারভেটিভ এবং ধনীদের বন্ধু  » «   গোলাপগঞ্জ প্রেসক্লাব নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহবান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন


ID কার্ড প্রদান বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এর সাথে মতবিনিময় সভাসংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

প্রবাসীরা প্রবাসে বসে এনআইডি কার্ড পাবেন। হজ শেষে জেদ্দা কনস্যুলেট জেনারেল আয়োজিত মত বিনিময় সভায় ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

গতকাল জেদ্দা কনস্যুলেটর মিডিয়া সেন্টারে বাংলাদেশ কনসুলেট জেনারেল, জেদ্দার আয়োজনে NID কার্ড প্রদান বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এর সাথে প্রবাসী কমিউনিটির নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কনিশনার কে এম নুরুল হুদা।

প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা দিয়েছেন শীঘ্রই প্রবাসীদের দীর্ঘদিনের দাবি প্রবাসে দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে NID কার্ড প্রদান করারকার্যক্রম শুরু হবে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র খুব জরুরি। দেশে এখন এনআইডি কার্ড ছাড়া কোন কাজ করা সম্ভব নয়। সেই লক্ষ্যে প্রবাসীদের এনআইডি কার্ড দেওয়ার প্রস্থুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেজন্য প্রবাসীদের অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করে কনস্যুলেট অফিস বা দূতাবাস জমা দিতে হবে। সেই লক্ষ্যে দূতাবাস ও কনস্যুলেট জেনারেল কার্যালয়গুলোতে বিশেষ ডেস্ক স্থাপন করা হবে। দূতাবাস বাংলাদেশে তাদের স্থায়ী ঠিকানা অনুযায়ী জেলাভিত্তিক প্রাথমিক তালিকা প্রস্তুত করে পাঠাবে ইসির কাছে। ইসি জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তা যাচাই-বাছাই করেই প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান করবে। তিনি আরও বলেন, প্রবাসী ও কমিউনিটির নেতৃবৃন্দ নযর রাখতে হবে ঝাতে করে রোহিঙ্গা বা অন্য কোন গোষ্ঠী যেন এই সুবিধা গ্রহণ করতে না পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনারের সহধর্মিণী মিসেস হুদা, কাউন্সেলর মুজিবুর রহমান, কাউন্সেলর মুহাম্মদ কামরুজ্জামান, প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন, প্রথম সচিব, মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া, কনস্যুলেটের কার্যলয় প্রধান মোস্তফা জামিল, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ ফজলুল কবির, রিয়াদ দূতাবাসের দুইজন কর্মকর্তা, জেদ্দা কনস্যুলেট কর্মকর্তা, কর্মচারি, জেদ্দা আওয়ামী ১০ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী কমিউনিটি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন