প্রবাসে এক পরিবার অন্য পরিবারের যেন পরম স্বজন। একেক পরিবার একেক জেলা থেকে এলেও প্রবাসে যেন সবাই একই ঘরের বাসিন্দা। আরব আমিরাতের শারজাহে ব্রাদার্স এসোসিয়েশনের বার্ষিক সম্মিলনীতে এসব বলেছেন বক্তারা। ব্রাদার্স এসোসিয়েশন তথা আগেকার ভাইজান গ্রুপ আরব আমিরাতের ১৫ টি পরিবারের শুক্রবারের আড্ডার ফসল। এ ১৫টি পরিবার প্রতি শুক্রবারে পরিবার নিয়ে পার্ক বা কোথাও মিলিত হয়ে সুখ দুখ ভাগাভাগি করেন। সেই থেকে জন্ম নেয় এই সংগঠনের। আগামিতে এ সংগঠন এই ১৫টি পরিবারের বাইরেও বাচ্চাদের পড়াশোনা থেকে নিয়ে সকল বিপদ আপদে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।
শুক্রবার শারজাহের রেডিসন ব্লু হোটেলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠক কাজী মোহাম্মদ আলী।
৫২ বাংলা টিভির সংবাদপাঠিকা তিশা সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশের সাবেক ডি আই জি ড. এস এম মনিরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ বাশার, প্রধান পৃষ্ঠপোষক লায়ন নজরুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম করিম।
পারস্পরিক বন্ধন মজবুত রাখার অঙ্গিকারে আরো বক্তব্য রাখেন আনসারুল হক আনসার, মীর আহমদ, শিমুল মোস্তফা, কাজী এমদাদুল হক, ইয়াসিন তালুকদার, শাহজাহান, সাজ্জাদ হোসেন টিপু, আজীম, শামস আহমদ, রাশেদুল আলম দুলাল, মোহাম্মদ আজম সহ আরো অনেকে।
পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন সোনিয়া ও শিমুল। যাদু প্রদর্শন করেন মোহাম্মদ সানোয়ার। নৃত্য পরিবেশন করেন তিশা সেন, মৌমিতা এবং পুষ্পিতা।
অনুষ্ঠানে প্রতি দম্পতির জন্য ছিলো আকর্ষণীয় পুরস্কার। বউয়ের জন্য গান পরিবেশন করেন অনেক স্বামীও। পরে তাদের মধ্য থেকে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ থেকে আগত অতিথি। লটারীর মাধ্যমে বাচ্চাদেরও পুরস্কৃত করা হয়।
ব্যতিক্রমী এ সংগঠনটি পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক মতামতের বাইরে এসে দেশের কল্যাণে একযোগে কাজ করবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।