সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সংগীত শিল্পীদের নিয়ে ‘বাংলাদেশ শিল্পী সমিতি’র আত্মপ্রকাশ ঘটেছে।
গত ৩১ জানুয়ারি শুক্রবার শারজাহের মাম রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ জাবেদ মাসুমকে সভাপতি এবং মোহাম্মদ আলি এমরান আবিরকে সাধারণ সম্পাদক ও সানি মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যারা হলেন উপদেষ্টা ইয়াসমিন কালাম মেরুনা, ,মোহাম্মদ জসিম উদ্দিন পলাশ ,মোহাম্মদ শামশুল আরিফিনসহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,বঙ্গ শিমুল, যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফুর রশিদ রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক সরোওয়ার জাবেদ,সাংস্কৃতিক সম্পাদক সামিদা চৌধুরী পপি, মহিলা সম্পাদিকা আরিফা নুসরাত,সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তালহা,অর্থ-সম্পাদক সনিয়া সামিয়া, যোগাযোগ সম্পাদক মোহাম্মদ কাজি সালাহ উদ্দিন, সহ-যোগাযোগ সম্পাদক শিপন কর্মকার,দপ্তর সম্পাদক সম্পা শফিক,সহ-দপ্তর সম্পাদক আরকি আহাম্মেদ।নির্বাহী সম্পাদক অনিন্দিতা খান(সুমি), সাবরিনা মেহরিন টুম্পা,জেরিন তামান্না,সেলিম চৌধুরী,অজিৎ কুমার রায়,সৈয়দ আরিফ,রন্জিত বডুয়া ও নুর ফারুক।