আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বিশ্ববরেণ্য পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ডক্টর এম এ ওয়াজেদ সুধা মিয়া ছিলেন বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী । বরেণ্য এই বিজ্ঞানীর ৭৮তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ জেলা কতৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন ।
রিয়াদের স্হানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আবুল হাসনাত সুমন পাটওয়ারী । যুগ্ম-সাধারণ সম্পাদক ইস্তিয়াক হোসেন তানিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এম আর এইচ ভূঁইয়া রফিক, সাইফুর রহমান নিটুল, লিটু মোল্লা, শাহজাদা আরমান, হায়দার মুন্সী, ফারুক খান, শহিদুল ইসলাম, লিটন মোল্লা সহ আরও অনেকে । কোরআন তেলোয়াত করেন, হাবিবুল্লাহ ।
বক্তারা আরও বলেন, ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তাঁর সমগ্র কর্মজীবনে মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে দেশ, জাতি ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন।
পরে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন নেতৃবৃন্দ ।