বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির পেছনে এনসিপি’র দায় কতটা?  » «   গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়লো, ‘মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না’  » «   গোপালগঞ্জে এনসিপির জনসভায় লোক ছিলেন ২০০ জন : পুলিশ প্রতিবেদনে যা উঠে এলো  » «   আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা নাহিদের, সরকার ও এনসিপি’র সমালোচনায় বিএনপি  » «   গোপালগঞ্জে কারফিউ, চলছে ধরপাকড়, সরকারের তদন্ত কমিটি  » «   ‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!  » «   নাহিদ-হাসনাতদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা  » «   গোপালগঞ্জে এনসিপি নেতারা, ‘আমারে মারিস না কেন, আমারে মার’  » «   এনসিপির নেতারা খুলনায়, মাদারীপুরে পদযাত্রা হয়নি  » «   সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপির নেতারা, সন্ত্রাসীদের ভেঙে দেওয়ার ঘোষণা  » «   গোপালগঞ্জে ১৪৪ ধারার পর এখন কারফিউ : বহু হতাহত, ১০ জনের মৃত্যু দাবি  » «   গোপালগঞ্জে হামলা ও প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ  » «   স্পেনে অভিবাসন বিরোধী দাঙ্গায় গ্রেপ্তার ১৪  » «   পাকিস্তানের নিষিদ্ধ তেহরিক-ই-তালিবানের কার্যক্রম বাংলাদেশে?  » «   ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—বিএনপির স্লোগানে ‘মাথাব্যথা নেই’ জামায়াতের  » «  

ওল্ডহ্যামে সংবর্ধিত বিশ্বনাথের তরুণ জনপ্রতিনিধি



বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের তরুণ চেয়ারম্যান ও আইনজীবী মোঃ আলমগীরের সম্মানে এক নাগরিক সভার আয়োজন করা হয় ওল্ডহামে।গত ৪ জানুয়ারী আয়োজিত উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী কমিউনিটি নেতা হাজি আব্দুল মন্নান।স্থানীয় রয়্যাল সুলতান ওয়েডিং হলে আয়োজিত কমিউনিটি ব্যাক্তিত্ব মোজাহিদ খানের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মন্তাজ আলী আজাদ, মাওলানা নাসির উদ্দিন, মুকিত চোধুরী সেতু, মুজিবুর রহমান, দাদুভাই ফউন্ডেশনের চেয়ারম্যান ছইল মিয়া, জিল্লুর রহমান জিলু প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফয়ছল আহমদ, মদরিছ আলী, সাদিকুর রহমান, জামান আহমদ, দুলাল মিয়া, মুস্তাক আহমদ, সুহেল মিয়া এবং ইসলাম উদ্দিন।

সংবর্ধনায় এডভোকেট আলমগীর ওল্ডহ্যামের বাংলাদেশী কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞা জানান। তিনি তাঁর এলাকাসহ সকল প্রবাসীদের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার কথা ব্যক্ত করেন। তিনি তার সামাজিক ও রাজনৈতিক জীবনের সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁকে সম্মানিত করার জন্য তিনি ওল্ডহ্যামবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে তরুণ সংগঠক আকিকুর রহমান রাজন অতিথি সহ সবাইকে ধন্যবাদ জানান।
এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন