আরো ৪৯০০০ পরীক্ষা করার পর আমিরাতে নতুন করে আক্রান্ত পাওয়া গেছে আরো ৩৭০ জন। সুস্থ হয়েছেন ১৫০ জন এবং আরো দুজন এশিয়ান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৬০ জন। সুস্থ হয়েছেন ৪১৮ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ১৬ জনের।
এদিকে মসজিদ সহ সকল উপাশনালয় বন্ধের ৪ সপ্তাহ অতিবাহিত হলে আবার অনির্দিষ্টকালের জন্য মসজিদসহ সকল উপাশনালয় বন্ধের ঘোষণা দিয়েছে আমিরাত সরকার। দেশটির বাণিজ্যিক নগরী দুবাই প্রদেশে জরুরী নিষেধাজ্ঞা অব্যাহত আছে। গতকাল দেশটির গ্রীণ সিটি আল আইনে জরুরী অবস্থা চালু হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও রাজধানী আবুধাবীর কিছু কিছু জায়গায় জরুরী অবস্থার খবর পাওয়া গেছে।
দুবাইয়ের প্রাণকেন্দ্র জরুরী অবস্থা চলছে সেসব এলাকায় আমিরাত সরকারের পাশাপাশি বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের খাবার সহায়তার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে বাংলাদেশ সমিতি শারজাহ, বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ নানা সংগঠনও ব্যক্তি উদ্যোগে সহায়তা অব্যাহত আছে।
এদিকে সার্বিক পরিস্থিতির কারণে বিমানের বাংলাদেশগামী সকল ফ্লাইট ০১ মে এবং বাংলাদেশ থেকে সকল ফ্লাইট ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে । ২০ মার্চ থেকে এই সময়ে আসন-সংরক্ষিত সকল টিকেট বিমান চলাচল শুরু হলে টিকেট ইস্যুর তারিখ থেকে এক বৎসরের মধ্যে ভ্রমণের যোগ্য হবে এবং কোন রকমের অতিরিক্ত ফি দিতে হবে না বলে জানিয়েছেন বিমানের আঞ্চলিক পরিচালক দিলীপ কুমার চৌধুরী।
কণ্ঠ: তিশা সেন