মুকসুদপুর প্রতিদিনের প্রকাশক আরকান শরিফের সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি সাগর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিক শাহিদুল হক শাহিদ, শহিদুল্লাহ ভূঁইয়া, শওকত ওসমান চৌধুরী, নন্দলাল সরকার, গোলাম সরোয়ার আপেল, জাতীয় মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নজরুল ইসলাম ।
যুগান্তরকে শুভেচ্ছা জানাতে আসেন, আমাদের সময় ও দীপ্ত টিভি প্রতিনিধি মোহাম্মদ মোরশেদ রানা, বৈশাখী টিভি প্রতিনিধি প্রিন্স আহমেদ, এস এ টিভি প্রতিনিধি শাহ পরান মিঠু, সাপ্তাহিক পাঠক সংবাদের প্রধান সম্পাদক ও ৫২ বাংলা টিভি প্রতিনিধি ইকবাল হোসেন ।
বক্তারা বলেন, সারা বিশ্বে কর্মরত দেড় কোটি সোনার মানুষ খ্যাত রেমিটেন্স যোদ্ধার সংবাদ প্রকাশে যুগান্তর অগ্রনী ভুমিকা পালন করলে প্রবাসীদের অন্তর জুড়ে যুগ যুগান্তর থাকবে দৈনিক যুগান্তর ।
পরে ২০ বছরে যুগান্তর এর পদার্পণ উপলক্ষে কেক কেটে উচ্ছাস প্রকাশ করেন উপস্হিত সকল যুগান্তর স্বজন ।