১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন ও জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা শুরু সৌদি আরবের রিয়াদে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে ছিল নানা আয়োজন ।\
দূতাবাসে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিশন উপ-প্রধান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম । আলোচনায় অংশ নেন এস এম আনিসুল হক, ডক্টর আবুল হাসান ও ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ছিদ্দীকি । প্রেস উইং এর প্রথম সচিব ফখরুল ইসলামের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন, শ্রম কাউসন্সেলর আসাদুজ্জামান ও শফিকুল ইসলাম । কম্যুনিটি নেতৃবৃন্দুর মধ্যে আলোচনায় অংশ নেন রিয়াদ আওয়ামী পরিষদ (আওয়ামী লীগ) এর সভাপতি এম আর মাহবুব, ফ্রেন্ডস অব বাংলাদেশের সভাপতি ডক্টর রেজাউল করিম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাক্তার কাজী মাসুদুর রহমান সহ আরও অনেকে ।