বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে কনস্যুলেট প্রাঙ্গণে পালন করা হয়।
কননসাল জেনারেল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনান, শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম, ওয়াইসি কর্মকর্তা সালাহ উদ্দিন মাহমুদ, কাউন্সেলর মুজিবুর রহমান, কাউন্সেলর মুহাম্মদ কামরুজামান।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাত এবং কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারি, বিমান বাংলাদেশ, ওয়াইসি, আইডিবি, সোনালী ব্যাংক, জেদ্দা’স্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের -ছাত্র শিক্ষক এবং গনমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন। এ ছাড়াও কনস্যুলেট প্রাঙ্গণে কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা/কর্মচারি দ্বারা কোরআন খতম করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম সচিব, কে এম সালাহ উদ্দিন।